বেহালা, 4 অগস্ট: বেহালা চৌরাস্তায় স্কুল পড়ুয়ার মৃত্যুর আঁচ এসে পৌঁছল সেখান থেকে কিছুদূরে থাকা কলকাতা পুলিশের দুটি ট্রাফিক গার্ডে । জানা গিয়েছে, ট্রাফিক গার্ডের ওসির ঘরের ভিতরে ঢুকে সেখানে থাকা একটি বড় অ্যাকোরিয়াম ভেঙে দেয় অভিযুক্তরা । জল থেকে মাটিতে ছিটকে পড়ে বিনা অক্সিজেনে মৃত্যু হয় একাধিক মাছের ।
পথ দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে রণক্ষেত্র আকার ধারণ করে বেহালা চৌরাস্তা সংলগ্ন গোটা এলাকা । পুলিশের গাড়ির পাশাপাশি বেশ কয়েকটি সরকারি বাস এবং বেসরকারি বাসে অগ্নিসংযোগ করে দেন এলাকার ক্ষুব্ধ জনতা । শুধু বাস বা গাড়ি নয়, অগ্নিসংযোগের হাত থেকে বাদ যায়নি কলকাতা পুলিশের দুটি ট্রাফিক গার্ডও । লণ্ডভণ্ড করে দেওয়া থেকে শুরু করে সেখানে ট্রাফিক অফিসার ইনচার্জের ঘরে ঢুকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র, সার্জেন্টদের হেলমেট নিয়ে পালায় এক দল ব্যক্তি ।
আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু পড়ুয়ার, মৃতদেহ আটকে বিক্ষোভ বেহালায়