কলকাতা, 20 সেপ্টেম্বর: বিধানসভা চলাকালীন এবার দলীয় হাজিরার খাতা চালু করতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার রাজ্য বিধানসভায় বৈঠকে বসেছিল মুখ্যমন্ত্রীর নির্বাচিত তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা। সেখানেই ঠিক হয় দলীয় মন্ত্রী থেকে বিধায়ক, অধিবেশন চলাকালীন নিজের ইচ্ছা, খুশিমতো আসা-যাওয়া আর মেনে নেওয়া হবে না। বিধানসভার অধিবেশন চলাকালীন অনেক বিধায়কই বিধানসভার হাজিরার খাতায় সই করে ঘর মুখো হন।
বিধানসভার আলোচনার শেষে ভোটাভুটিতে দল হারল না জিতল তাতে তাদের কিছু যায় আসে না। নির্দিষ্ট কিছু বিধায়কের এই ধরনের মানসিকতায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আলোচনার দিন যেভাবে শাসকদলের বিধায়কদের একটা বড় অংশ ভোটাভুটির সময় হাজির ছিলেন না, তাতে যথেষ্টই ক্ষুব্ধ দলনেত্রী। আর সে কারণেই এই বিষয় নিয়ে এদিন শৃঙ্খলা রক্ষা কমিটিতে আলোচনা হয়।
প্রসঙ্গত, বাংলা দিবস নিয়ে আলোচনার দিন বিধানসভা কক্ষে অনুপস্থিত ছিলেন শাসকদলের 48 জন বিধায়ক। ফলে তাঁরা ভোটাভুটিতে অংশগ্রহণও করেনি। যদিও তাদের এই অনুপস্থিতি ভোটাভুটিতে জেতার ক্ষেত্রে কোনও অসুবিধা তৈরি করেনি তবে এই 48 বিধায়ককে পরিষদীয় দলের তরফ থেকে সতর্ক করা হয়। একই সঙ্গে, এই ঘটনার পর পরই শাসকদলের তরফ থেকে শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বিধানসভা চলাকালীন বিধানসভায় অনুপস্থিত থাকা এবং ভোটাভুটিতে অংশ না নেওয়া দল বিরোধী কাজের সমান।