পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলে হোলটাইমার চান না মমতা, গ্রামেই রাত কাটাবেন বিধায়করা ! - Mamata Banerjee

আজ নজরুল মঞ্চে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি বিধায়কদের বুর্থকর্মীর বাড়িতে নৈশ্যভজনের পরামর্শ দেন ৷

তৃণমূল নেত্রী

By

Published : Jul 29, 2019, 2:52 PM IST

Updated : Jul 29, 2019, 4:38 PM IST

কলকাতা, 29 জুলাই : লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর বিধানসভায় দলের হাল ফেরাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় । প্রশান্ত কিশোরকে দলের স্ট্রাটেজিস্টও বানিয়েছেন । তৃণমূল সূত্রে খবর, তাঁর স্ট্রাটেজিতেই কাজ চলছে । সংগঠনের হাল ফেরাতে মমতাও ক্রমাগত বৈঠক করে চলেছেন ।

আজ নজরুল মঞ্চে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিধায়কদের জনসংযোগের উপর জোর দিতে বলেন । লোকসভার আগে থেকেই মমতা খবর পাচ্ছিলেন, তাঁর বিধায়কদের একাংশ 'মাটি'-তে পা রাখছেন না । ফলে মা-মাটি-মানুষ স্লোগানও দানা বাঁধেনি । রাজনৈতিক মহলের মতে, 34 থেকে একধাক্কায় 22-এ নেমে আসা তৃণমূলের কাছে সত্যিই বড় ধাক্কা । তা বুঝেই মমতা মাটি-তে পা রেখে চলার নির্দেশ দিলেন । বলে দিলেন, 'মা-মাটি-মানুষ'-এর কথা ভাবতে হবে । সেইসঙ্গে মমতার নির্দেশ, প্রয়োজন হলে বুথ কর্মীদের বাড়িতে নৈশভোজ সারতে হবে ।

রাজনৈতিক মহলের মতে, এই পরিকল্পনা পুরোটাই প্রশান্ত কিশোরের । এর আগে BJP-র ক্ষেত্রেও এই পরিকল্পনা খেটেছে । খেটেছে জগনমোহন রেড্ডির বেলাতেও । বাড়ি বাড়ি গিয়ে দলীয় কর্মীদের পড়ে থাকা মানুষকে সাহস জুগিয়েছে । যে তৃণমূল দিন দিন মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তাকে ফের ফিরিয়ে দিতে হবে মানুষেরই কাছে । পথ একটাই, জনতার দরবার । তাই, মোক্ষম চাল বুঝতে দেরি করেননি মমতাও । কিস্তিমাতের লক্ষ্যে আগে থেকেই 'বোড়ে' রক্ষা করতে 'সৈন্য' কাজে লাগালেন ।

আজকের বৈঠক থেকে মমতা হোলটাইমারের প্রসঙ্গও তুলে ধরেন । বলেন, আমার অত টাকা নেই । হোলটাইমার রাখতে পারব না । BJP বড় দল । ওরা এসব রাখতে পারে । এর জবাবে BJP-র কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা বলেন, "চোরদের পার্টি । হোলটাইমার রেখে কি চুরি বন্ধ করতে পারবে ? রাখুক আর নাই রাখুক ওদের ধ্বংস অনিবার্য ।"

বৈঠক থেকে মমতার আরও নির্দেশ, 100 দিনের মধ্যে 10 হাজার গ্রাম পরিদর্শন করতে হবে । রাজনৈতিক মহলের মতে, গ্রাম গ্রাম ঘুরে বিস্তারকের কাজ আগে থেকেই BJP-র ভোট-অস্ত্র । এবার একই পথের দিশারী তৃণমূল । বিশেষজ্ঞদের প্রশ্ন, তাহলে কি 2014-র ধাঁচেই 2021-র কথা ভাবছেন প্রশান্ত কিশোর ? 2014 সালে সংগঠন, সোশাল মিডিয়ায় জোর, গ্রামে গ্রামে প্রচারে জোর দিয়েছিল BJP নেতৃত্ব । মুখ ছিলেন নরেন্দ্র মোদি । আর পিছন থেকে চাল দিচ্ছিলেন প্রশান্ত কিশোর । তাতেই কিস্তিমাত কংগ্রেস । ক্ষমতায় আসে মোদি সরকার । 2021-এ ঠিক একই পথে জিততে চাইছেন মমতা । সংগঠন, সোশাল মিডিয়ায় জোর আর গ্রামে গ্রামে প্রচার । মুখ মমতা । চাল দিচ্ছেন প্রশান্ত কিশোর । এবার দেখার আদৌ কিস্তিমাত হয় কি না ? নাকি BJP-র চালে কিস্তিমাত হন মমতা নিজে ।

Last Updated : Jul 29, 2019, 4:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details