কলকাতা, 19 অগস্ট: আজ জন্মাষ্টমীর (Janmashtami) শুভদিনে বাবুবাগান দুর্গাপুজো কমিটি (Babubagan Durgapuja Committie)এবারের দুর্গোৎসবের বিষয় ভাবনা প্রকাশ করল। 'মা তুঝে সালাম' এটাই এবারের বাবুবাগানের থিম। শিল্পী অধ্যাপিকা সুজতা গুপ্ত। গরিব শিশুদের মুখে দুধ তুলে দিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতা থাকার বার্তা দিলেন সদস্যরা।
দুধের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবাশিস কুমার বলেন, "যেভাবে দুধের দাম বাড়ছে তাতে শ্রী কৃষ্ণও দুঃখ পাচ্ছেন। স্বাভাবিকভাবেই দুধের মতো প্রয়োজনীয় জিনিস যেভাবে তার মূল্য বৃদ্ধি করা হচ্ছে সেটা শুধু অন্যায় নয় ৷ মনে হয় সরকারের দৃষ্টিভঙ্গি বদলানোর দরকার আছে (MLA on Milk Price)। বাবুবাগান পুজো কমিটির সম্পাদক সরজ ভৌমিক বলেন, "এবারের ভাবনা মানুষের কাছে তুলে ধরলাম। শিশুদের হাতে দুধ তুলে দিলাম। হেরিটেজ তকমা পাওয়ায় বিশ্বের মানুষ এবারে দুর্গাপুজার দিকে তাকিয়ে।" শিল্পী অধ্যাপিকা সুজাতা গুপ্ত জানান, দর্শকরা নতুন কিছু দেখবেন।