পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

MLA on Milk Price দুধের যেভাবে দাম বাড়ছে কৃষ্ণও দুঃখ পাচ্ছেন বলে মন্তব্য বিধায়কয়ের - বাবুবাগান দুর্গা পুজো কমিটি

জন্মাষ্টমী (Krishna Janmashtami)উপলক্ষে বাবুবাগান দুর্গাপুজো কমিটি (Babubagan Durgapuja Committie) গরিব বাচ্চাদের দুধ খাইয়ে সামাজিক দায়বদ্ধতার বার্তা দিলেন। পাশাপাশি শুক্রবার এবারের থিম প্রকাশ্যে আনলেন। তবে এদিন বাচ্চাদের হাতে দুধ তুলে দেওয়ার সঙ্গেই দুধের দাম বৃদ্ধি নিয়েও সোচ্চার হন ওই কমিটি ।

MLA on Milk Price
ETV Bharat

By

Published : Aug 19, 2022, 10:46 PM IST

কলকাতা, 19 অগস্ট: আজ জন্মাষ্টমীর (Janmashtami) শুভদিনে বাবুবাগান দুর্গাপুজো কমিটি (Babubagan Durgapuja Committie)এবারের দুর্গোৎসবের বিষয় ভাবনা প্রকাশ করল। 'মা তুঝে সালাম' এটাই এবারের বাবুবাগানের থিম। শিল্পী অধ্যাপিকা সুজতা গুপ্ত। গরিব শিশুদের মুখে দুধ তুলে দিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতা থাকার বার্তা দিলেন সদস্যরা।

দুধের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবাশিস কুমার বলেন, "যেভাবে দুধের দাম বাড়ছে তাতে শ্রী কৃষ্ণও দুঃখ পাচ্ছেন। স্বাভাবিকভাবেই দুধের মতো প্রয়োজনীয় জিনিস যেভাবে তার মূল্য বৃদ্ধি করা হচ্ছে সেটা শুধু অন্যায় নয় ৷ মনে হয় সরকারের দৃষ্টিভঙ্গি বদলানোর দরকার আছে (MLA on Milk Price)। বাবুবাগান পুজো কমিটির সম্পাদক সরজ ভৌমিক বলেন, "এবারের ভাবনা মানুষের কাছে তুলে ধরলাম। শিশুদের হাতে দুধ তুলে দিলাম। হেরিটেজ তকমা পাওয়ায় বিশ্বের মানুষ এবারে দুর্গাপুজার দিকে তাকিয়ে।" শিল্পী অধ্যাপিকা সুজাতা গুপ্ত জানান, দর্শকরা নতুন কিছু দেখবেন।

দুধের যেভাবে দাম বাড়ছে কৃষ্ণও দুঃখ পাচ্ছেন বলে মন্তব্য বিধায়কয়ের

আরও পড়ুন:জন্মাষ্টমীর উপহার, 25 লাখের দোলনায় দুলবেন গোপাল

রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, কেন্দ্রীয় সরকার আসার পর বিভিন্ন বিষয়ের উপর আশ্বাস রাখার কথা জানিয়েছিলেন। তবে অদ্ভূতভাবে সেগুলো কিছুই হল না। বরং বিধানসভায় আমি মূলত সকলকে সম্মান করি। বিরোধীপক্ষকে আরও বেশি করে সম্মান দিয়ে কথা বলি। তবে এই ভাবনা চিন্তায় আমি হতাশ।

ABOUT THE AUTHOR

...view details