কলকাতা, 7 অগস্ট: বেহালার চৌরাস্তায় লরির ধাক্কায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিল কলকাতা পৌরনিগম ও পুলিশ ৷ পৌরনিগম সূত্রে খবর, ফুটপাথকে বেআইনি দখলদার মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই সূত্রেই সম্ভবত ভাঙা পড়তে চলেছে বেহালা ম্যান্টনস্থিত এলাকার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের কার্যালয় ৷ অভিযোগ, আইন না-মেনে এই বিধায়ক কার্যালয় গড়ে উঠেছিল ৷ কলকাতা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে পৌরনিগম এই উচ্ছেদ করতে পারে ৷ তবে এই বিষয়টি নিয়ে সরকারিভাবে পৌরনিগমের তরফে কিছু জানানো হয়নি ৷
অন্যদিকে, বেহালায় পড়ুয়া মৃত্যুর ঘটনাকে সোমবার মর্মান্তিক বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ এদিন আলিপুর নগর দায়রা আদালতের বাইরে পার্থ জানান, তিনি বিধায়ক থাকার সময় গত 25 বছরে এমন ঘটনা ঘটেনি, এটা মর্মান্তিক ৷ তবে তাঁর বিধায়ক কার্যালয় ভাঙা প্রসঙ্গে এদিন কোনও প্রশ্নের জবাব দেননি পার্থ চট্টোপাধ্যায় ৷
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি ৷ জানা গিয়েছে, জেলে যাওয়ার আগে এই শীতাতপ নিয়ন্ত্রিত কার্যালয়টিতে বসেই দলের কাজ ও তাঁর বিধায়ক এলাকার কাজ করতেন পার্থ চট্টোপাধ্যায় ৷ অভিযোগ, এই পার্টি অফিসটি বেহালা ম্যান্টন এলাকার ফুটপাতের উপর বেআইনিভাবে তৈরি হয়েছিল ৷