কলকাতা, 28 জানুয়ারি: যে ছবির সাফল্য নিয়ে এত হইচই, সাকসেস পার্টি; সেই ছবি নাকি তৈরি হয়েছে গরু-পাচারের টাকায় ৷ যে গরু-পাচার কাণ্ডে আপাতত শ্রীঘরে অনুব্রত মণ্ডল ৷ দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রযোজিত 'প্রজাপতি' ছবিটি (Projapoti Film) নিয়ে নাম না-করে বিস্ফোরক খড়গপুরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্য়ায় ওরফে হিরণ (MLA Hiran Chatterjee made an explosive comment on Dev) ৷ তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে এদিন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে একাধিক অভিযোগ আনেন হিরণ ৷ তাঁর আক্রমণের নিশানা থেকে পার পাননি একদা সতীর্থ দেব ৷
ঘটনাচক্রে তৃণমূল সাংসদ দেবের প্রযোজনায় সেই ছবিতে অভিনয় করেছেন বর্তমানে রাজ্য বিজেপি'র অন্যতম মুখ তথা কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ দেব যদি সত্যিই এই মামলায় দোষী সাব্যস্ত হন সেক্ষেত্রে অভিনেতাকে পারিশ্রমিক ফিরিয়ে দেওয়ার কথাও বলেছেন অভিনেতা টার্নড বিধায়ক ৷ সংবাদমাধ্যমকে এদিন বিজেপি বিধায়ক বলেন, "মূল চক্রী এনামুল হক গরু-পাচার কাণ্ডের টাকা দেব-প্রযোজিত ছবিতে ঢেলেছেন ৷ সেক্ষেত্রে দেব দোষী সাব্যস্ত হলে মিঠুন চক্রবর্তীকে অভিনয়ের জন্য নেওয়া সমস্ত পারিশ্রমিক ফিরিয়ে দিতে হবে ৷"