কলকাতা, 7 মার্চ : বিজেপির ব্রিগেড সমাবেশে উপস্থিত হয়ে নাম না করে তৃণমূল কংগ্রেসকে এক ছোবলে ছবি করে দেওয়ার হুমকি দিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য়সভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী৷৷
আজকের ওই সভায় দিলীপ ঘোষের কাছ থেকে দলীয় পতাকা তুলে নেন মিঠুন চক্রবর্তী৷ তারপর বক্তব্য় রাখতে উঠে তিনি বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকা তাঁর কাছে স্বপ্ন ছিল৷ সেই স্বপ্ন এবার সত্য়ি হল৷ একই সঙ্গে অধিকারের প্রশ্নে তুলে তিনি বলেন, "অধিকার কেউ ছিনিয়ে নিতে চাইলে আমার মতো কিছু লোক হাজির হয়ে যাবে৷"
বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে 2011 সালে৷ তারপরেই দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অনুরোধে রাজনীতিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী৷ 2016 সালে মেয়াদকাল ফুরিয়ে যাওয়ার দেড় বছর আগে অসুস্থতার কারণ দেখিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য়সভার পদ থেকে ইস্তফা দেন তিনি৷ তার আগে সি পি এম নেতা সুভাষ চক্রবর্তীর কাছের লোক হিসেবে পরিচিত ছিলেন মিঠুন৷