পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gariahat Double Murder Case : মিঠু ও ভিকি হালদারই আসল চক্রী, জেরায় জানাল ধৃতরা - ভিকি হালদার

গড়িয়াহাটে জোড়া খুনের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ 6 জনকে গ্রেফতার করেছে ৷ তাদের সবাইকে মুখোমুখি বসিয়ে জেরা করেছে পুলিশ ৷

ধৃত ভিকি হালদার
ধৃত ভিকি হালদার

By

Published : Nov 3, 2021, 10:56 AM IST

কলকাতা, 3 নভেম্বর : গড়িয়াহাট জোড়া খুন কাণ্ডে গ্রেফতার ভিকি হালদার, মিঠু হালদার, সঞ্জয় মণ্ডল, বাপি মণ্ডল, জাহির গাজি, শুভঙ্কর মণ্ডলকে এবার মুখোমুখি বসিয়ে জেরা করল কলকাতা পুলিশের গোয়েন্দারা । আর সেখানে মা ও ছেলে মিঠু হালদার, ভিকি হালদারের দিকে অভিযোগের আঙুল তুলল বাকি ধৃতরা ৷

লালবাজার সূত্রের খবর, জেরায় ভিকির একটি কথার সঙ্গে অন্য কথার মিল পাওয়া যাচ্ছে না । গোয়েন্দাদের বক্তব্য, এখনও একাধিক উত্তর লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে সে । পাশাপাশি ধৃতদের মধ্যে বাপি মণ্ডল ও জাহির গাজি ধৃত ভিকির বিরুদ্ধে অভিযোগ করে পুলিশকে জানায় খুনের পরিকল্পনা না থাকা সত্ত্বেও ভিকি ও সঞ্জয় মণ্ডল, শুভঙ্কর মণ্ডল মিলে বাড়ির মালিক সুবীর চাকি ও তাঁর গাড়িচালক রবীন মণ্ডলকে খুন করে । পরে নিজেরাই পালিয়ে যায় ।

আরও পড়ুন : Gariahat Double Murder Case : গড়িহাট কাণ্ডে 14 দিনের পুলিশি হেফাজত মূল অভিযুক্ত ভিকি-শুভঙ্করের

এখনও পর্যন্ত এই ঘটনার খুনে ব্যবহার করা অস্ত্র উদ্ধার করা যায়নি । মূলত লালবাজারের গোয়েন্দারা চাইছেন ভিকি হালদারের বিরুদ্ধে আরও বেশি করে তথ্য প্রমাণ জড়ো করতে । পাশাপাশি ভিকির বিরুদ্ধে একাধিক সাক্ষ্য জোগাড়ে চেষ্টাও চালাচ্ছে পুলিশ । লালবাজার সূত্রের খবর, এই ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেফতার করে তাদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করতে চান লালবাজারের গোয়েন্দারা ।

সম্প্রতি গড়িয়াহাট থানা এলাকার কাকুলিয়া রোডের একটি বাড়িতে কর্পোরেট সংস্থার এক কর্তা সুবীর চাকি এবং তাঁর গাড়ির চালকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ দু’জনের গলায় গভীর ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছিল ৷ এই ঘটনায় গড়িয়াহাট থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নামে ৷ প্রথমে ভিকির মা মিঠু হালদারকে জেরা করে আরও দুই অভিযুক্ত জাহির গাজি এবং বাপি মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details