পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: কাজ করলে ভুল হবেই, সংশোধনের সুযোগ দিতে হবে: মমতা - দুর্নীতি নিয়ে মমতা

কাজ করতে গেলে ভুল হবেই, তা সংশোধনের সুযোগ দিতে হবে ৷ নেতাজি ইনডোরে শিশু দিবসের (Children's Day 2022) অনুষ্ঠানে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

mistake-will-happen-during-work-rectification-opportunity-should-be-given-says-mamata-banerjee
কাজ করলে ভুল হবেই, সংশোধনের সুযোগ দিতে হবে: মমতা

By

Published : Nov 14, 2022, 12:38 PM IST

Updated : Nov 14, 2022, 4:43 PM IST

কলকাতা, 14 নভেম্বর: কাজ করতে গেলে কিছু ভুল হবেই । ভুল সংশোধনের সুযোগ দিতে হবে ৷ নেতাজি ইনডোরে (Children's Day 2022) এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তিনি আরও বলেন, "কখনও লোভ করতে যেও না । আজ আছি কাল নেই । লোভ করো না ৷ কখনও বিপদে পড়বে না ৷"

সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের ট্যাব প্রদান অনুষ্ঠান থেকে আরও একবার দুর্নীতি প্রশ্নে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিন তিনি বলেন, "কাজ করলে ভুল হবেই । ভুল করলে তা শুধরে নিতে হবে । রাস্তায় হাঁটতে গেলে হোঁচট খাই না ? তারপর সেটাকে শুধরে নিতে হয় । ভুল করলে শাস্তি হবে ।" ভুলের জন্য আইনি পদক্ষেপের কথাও বলেন তিনি ।

একইসঙ্গে এই মঞ্চ থেকে বিরোধীদের নিশানাও করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "যারা বাংলাকে ভালোবাসে না, এমন কিছু মানুষ সারাক্ষণ চক্রান্ত, অপপ্রচার করছে । সব তথ্য সত্য নয় । কেউ কেউ বাংলাকে ভালোবাসে না । সংকট এড়িয়ে চলাই আমাদের কাজ । বাংলায় থেকে দিল্লিকে বলছে টাকা না দিতে । আমার বয়েই গেছে দিল্লির টাকা নিতে ।"

নেতাজি ইনডোরে মুখ্যমন্ত্রী

এ দিন ছাত্রছাত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "হাঁটতে গিয়ে হোঁচট খেলে আমরা থেমে যাই আবার ঠিক হয়ে গিয়ে হাঁটি । যারা শিক্ষা নিয়ে একটা ইস্যুকে কেন্দ্র করে বলে চলেছে, যদি কোনও ভুল ভ্রান্তি কেউ করে তা শুধরে নেওয়া হবে । আইন আইনের পথে চলবে ।" তিনি এও বলেন, এটা এ সব নিয়ে কথা বলার সঠিক জায়গা নয় । তবুও বিরোধীদের প্রচারের কারণে তাঁকে একরকম বাধ্য হয়েই এ সব কথা বলতে হচ্ছে । তিনি বলেন, "কিছু লোক বাংলাকে ভালোবাসে না । কুৎসা অপপ্রচার করে চলেছে । সত্য নয় এমন তথ্য পরিবেশন করছে ।"

এ দিন মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমেরও সমালোচনা করেছেন। মমতার কথায়, 'টিআরপি বাড়ানোর জন্য মিথ্যা তথ্য পরিবেশন করা হচ্ছে । তথ্য ভালো করে যাচাই করে নেবেন । কিছু মানুষ বাংলাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে । রাজ্যের বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে । ফেক নিউজ নয়, যারা অরিজিনাল তথ্য দেবে তাদের উপর ভরসা রাখুন ।'

আরও পড়ুন:ঠান্ডা পড়লে ডেঙ্গি কমে যাবে, এখন সাবধানে থাকুন; নদিয়ায় সতর্কবার্তা মমতার

এ দিন ছাত্রছাত্রীদের লোভ সংবরণ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, 'লোভ করো না। কখনও লোভ করতে যেও না। আজ আছি কাল নেই । লোভ করো না কখনও বিপদে পড়বে না । লোভের থেকে মনুষ্যত্বের দাম বেশি । তাই আমরা ভালো ভাববো, ভালো মনে থাকব, খোলামেলা মনে থাকব । সকালে ঘুম থেকে উঠে বলুন যতই বিপদ আসুক না কেন, আমি ভালো থাকব । কোনও সংকটে ভয় পাবেন না । সাহসীভাবে লড়াই করাই আমার কাজ ।'

এ দিন ছাত্র-ছাত্রীদের মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন, "ট্যাবের সার্চ অপশনে গিয়ে যা জানতে চাও তাই লিখবে । তবে যা জানতে চাও যাচাই করে নেবে । তোমরা এখন অনেক কিছুই পাচ্ছো । আমরা ছোটবেলায় কিছু পাইনি । আমরা কিছু পাইনি বলে এখনকার ছেলে মেয়েরা কিছু পাবে না ! আমি আমাদের ছাত্র-ছাত্রীদের যদি সব ঢেলে দিতে পারি তাও আমাদের আকাঙ্ক্ষা মিটবে না।" তিনি আরও বলেন, "আগে স্কুলগুলো নম্বর দিত না । এখন কেউ 90 পাচ্ছে 99 পাচ্ছে । আমি শিক্ষক শিক্ষিকাদের বলেছি, আমাদের ছেলেমেয়েদের কম্পিটিশনে যেতে হলে বেশি নম্বর দিতে হবে । তাই এখন বেশি নম্বর দেওয়া হচ্ছে ।"

মমতার কথায়, "বাংলার ছাত্ররা সারা বিশ্বকে দেখাবে আমরাই করি, আমরাই লড়ি । বাংলা বিরোধী কাজ নয়, বাংলার উন্নয়ন নিয়ে দিল্লিতে কুটকাচালি করা নয় ।"

Last Updated : Nov 14, 2022, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details