কলকাতা, 30 জানুয়ারি: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) তাঁর খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা । এই খবর পাওয়ার পরেই নিজেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) দফতরে ফোন করে বয়ান রেকর্ড করানোর ইচ্ছা প্রকাশ করলেন রহস্যজনকভাবে নিখোঁজ থাকা গোপাল দলপতি । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, সোমবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ফোন করে নিজের পরিচয় দেন গোপাল । জানান যে তিনি কলকাতায় আছেন ও তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে নিজের বয়ান রেকর্ড করাতে চান । খুব শিগগিরই তিনি ইডি দফতরে এসে নিজের বয়ান রেকর্ড করাবেন ও তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন ।
ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূলের (Trinamool Congress) হুগলির যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারের পর তাঁর মুখ থেকেই গোপাল দলপতির পরিচয় পান তদন্তকারী আধিকারিকরা । এরপরেই জানা যায় যে গোপাল দলপতি গত কয়েক বছর আগে তিহার জেলে চিটফান্ড কাণ্ডে বন্দি ছিলেন । কিন্তু সেখান থেকে কয়েক মাস আগে তিনি জামিন পেয়ে যান । তারপর থেকেই তাঁকে হন্যে হয়ে খুঁজে বেরাচ্ছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । অবশেষে এই গোপাল দলপতি নিজেই ইডির সঙ্গে ফোনে যোগাযোগ করলেন ।