কলকাতা, 9 জুলাই : ফের কলকাতা পুলিশের আধিকারিক পরিচয় দিয়ে লুটপাট। লকডাউনের আগে এমন ঘটনা ঘটেছিল জোড়াবাগান থানা এলাকায়। আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ৷ তবে এবারের ঘটনাটি ঘটেছে কড়েয়া থানা এলাকায়। যদিও ইতিমধ্যেই একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।
কড়েয়ায় পুলিশের পরিচয় দিয়ে লুট, গ্রেপ্তার 1 - kolkata police
কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্তদের মধ্যে একজন ইরশাদকে নিয়ে নিকটবর্তী ATM-এ নিয়ে যায় ৷ ATM থেকে 10 হাজার টাকা তুলিয়ে সেই টাকা নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা ৷
জানা গেছে, লকডাউন চলাকালীন ব্রাইট স্ট্রিটের বি 50 নম্বরে যায় পাঁচ থেকে ছয়জন। সেখানেই থাকে মহম্মদ ইরশাদ ওরফে সমীর। পেশায় হোম অ্যাপ্লায়েন্সের মেকানিক। ইরশাদের বাড়িতে গিয়ে ওই পাঁচ থেকে ছয়জন নিজেদের কলকাতা পুলিশের আধিকারিক বলে পরিচয় দেয়। তারপরেই ইরশাদের হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নেয় তারা। ইরশাদের কাছে 10 হাজার টাকার দাবি জানায়। ইরশাদ কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্তদের মধ্যে একজন তাকে নিকটবর্তী ATM-এ নিয়ে যায় ৷ একপ্রকার জোর করেই ATM থেকে 10 হাজার টাকা তোলায় অভিযুক্ত । তারপর সেই টাকা নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনায় কড়েয়া থানায় অভিযোগ দায়ের করে ওই ব্যক্তি ৷ অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম তোফাজুল ইসলাম ওরফে ভুট্টো। মসজিদবাড়ি লেন এলাকার বাসিন্দা। পুলিশের ধারণা, বাকিরাও ওই এলাকার বাসিন্দা। বাকি অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ ৷