পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রীয় শুল্ক দপ্তরের আধিকারিক সেজে ব্যবসায়ীকে লুট - kolkata

ড্রেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্সের আধিকারিক পরিচয় দিয়ে 14 লাখ টাকা লুঠ । ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

hastings police station
কেন্দ্রীয় শুল্ক দপ্তরের আধিকারিক সেজে ব্যবসায়ীকে লুট

By

Published : Mar 1, 2020, 5:06 AM IST

Updated : Mar 1, 2020, 7:22 AM IST

কলকাতা, 1 মার্চ: হেস্টিংস থানা এলাকায় ব্যবসায়ীকে ভয় দেখিয়ে 14 লাখ টাকা লুট করে একটি দুষ্কৃতী দল । কেন্দ্রীয় শুল্ক দপ্তরের আধিকারিক সেজে দুষ্কৃতী এই কাজ করে বলে অভিযোগ । ঘটনার তদন্ত শুরু করে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খোঁজ চলছে বাকি তিনজনের ।

হাওড়ার পিলখানার সীতারাম পারেক (43) হেস্টিংস থানা এলাকায় ব‍্যবসা করেন । গত 26 ফেব্রুয়ারি তার অফিসে হানা দেয় চারজন। নিজেদের ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্সের আধিকারিক হিসেবে পরিচয় দেয় তারা । সেই সংক্রান্ত নথিও দেখায় । সীতারাম পারেখকে নানাভাবে ভয় দেখিয়ে ওই দুষ্কৃতী দল 14 লাখ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ । ঘটনার পর হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।

অভিযোগের ভিত্তিতে, গ্রেপ্তার করা হয়েছে আবু বাশার ওরফে পাপ্পুকে । 35 বছরের পাপ্পু একবালপুর থানা এলাকার বাসিন্দা । তাকে আদালতে তোলা হলে 13 মার্চ পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয় আদালেতর তরফে । অপরাধের সময়ে তারা যে গাড়ি ব্যবহার করেছিল সেই গাড়িও উদ্ধার করে পুলিশ। পাশাপাশি খোঁজ চলছে পাপ্পুর 3 সাগরেদের ।

Last Updated : Mar 1, 2020, 7:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details