কলকাতা, 13 এপ্রিল: খাস কলকাতায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ । বুধবার রাত প্রায় সাড়ে 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকার বড়বাগানে । যে ব্যক্তিকে রাস্তায় ফেলে কোপানোর চেষ্টা হয়েছে তাঁর নাম সঞ্চায়ন বিশ্বাস (45) । ঘটনাকে ঘিরে এলাকাতে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ।
জানা গিয়েছে, এলাকার বাসিন্দারা এই বিষয়ে পুলিশকে খুব বেশি তথ্য দিয়ে সাহায্য করতে পারেনি । এর কারণ হিসাবে বাসিন্দারা জানায়, সঞ্চায়ন কয়েক মাস হল হরিদেবপুর থানা এলাকার বড়বাগানে একটি বাড়িতে ভাড়া এসেছেন । এছাড়াও এলাকায় তিনি এবং তাঁর বাবা সেইভাবে কারও সঙ্গে মেলামেশা করেন না । ওই দিন রাতে সঞ্চায়ন যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁর পিছন থেকে কাটারি নিয়ে দুই ব্যক্তি চরাও হয় বলে অভিযোগ ৷
সূত্রের খবর, ঘটনাটি এলাকার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে । তাতে দেখা গিয়েছে, দুষ্কৃতীরা সঞ্চায়নকে রাস্তায় ফেলে কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে । পরে তিনি চিৎকার করতে শুরু করলে তা শুনে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে আসেন । তখন ওই দুই দুষ্কৃতী এলাকা ছেড়ে পালিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ ৷ রক্তাক্ত অবস্থায় সঞ্চায়নকে রাতেই বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসা চলে তাঁর । এরপরে রাত প্রায় আড়াইটে নাগাদ সঞ্চায়নকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে । সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে হরিদেবপুর থানার পুলিশ জানায় ।