কলকাতা, 7 সেপ্টেম্বর : এলাকায় দিনে রাতে বসে মদের আসর । বহুবার প্রতিবাদ করেও সেই আসর বন্ধ হয়নি । এবার সাতসকালে মদ খেয়ে মদ্যপরা মারধর করল স্থানীয় এক চা দোকানিকে । ওই দোকানদারের নাম অজয় সাহা ৷ তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করে ওই মদ্যপরা । ছুরি দিয়েও আঘাত করা হয় । এমনই অভিযোগ করেন ওই ব্যবসায়ী ও তাঁর পরিবারের লোক ৷ অজয়বাবু বর্তমানে বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসাধীন । অভিযুক্তরা পলাতক । অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে হরিদেবপুর থানার পুলিশ ৷
মদ খেয়ে দোকানে হুজ্জুতি, দোকানদারকে মারধর - লকডাউনে চায়ের দোকানে বচসা, মদ্যপদের অত্যাচারের শিকার চা দোকানী
আজ সকালে হরিদেবপুর কালিপদ মুখার্জি রোডের একটি ফাঁকা জমিতে মদ্যপান করছিল দুই যুবক । স্থানীয় চায়ের দোকানদার অজয়বাবুর কাছে তারা চা খেতে চায় । আর তখনই তাদের মধ্যে বচসা বাধে ৷
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে হরিদেবপুর কালিপদ মুখার্জি রোডের একটি ফাঁকা জমিতে মদের ঠেকে মদ্যপান করছিল দুই যুবক । তাদের নাম অনুপ ও হারু । মদ্যপান করার পর স্থানীয় চায়ের দোকানদার অজয়বাবুর কাছে তারা চা খেতে চায় । অজয়বাবু বলেন, লকডাউনের দিন চায়ের দোকান খোলেননি তিনি ৷ সেসময় ওই দু'জন তাঁর কাছে বিস্কুট খেতে চায় । অপরিচ্ছন্ন, এঁটো হাতে বয়াম থেকে জোর করে বিস্কুট তুলে নিতে যায় । এর প্রতিবাদ করেন অজয়বাবু । আর তখনই ওই দুজনের সঙ্গে তাঁর বচসা বাধে ৷ এরপর ওই দু'জন অজয়ের মাথায় ইট দিয়ে আঘাত করে । দোকানে রাখা ছুরি চালিয়ে দেয় তার শরীরে । এরপর চেঁচামেচিতে স্থানীয়রা জড়ো হতে শুরু করলে অভিযুক্তরা পালিয়ে যায় । এরপর রক্তাক্ত অবস্থায় অজয়বাবুকে উদ্ধার করে স্থানীয়রাই হাসপাতালে পাঠায় ।
এরপর পুরো বিষয়টি জানানো হয় হরিদেবপুর থানায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । ঘটনার পর স্থানীয় মহিলারা ওই মদের ঠেকে ভাঙচুর চালায় । পুলিশের কাছে এই ঠেক তুলে দেওয়ার জন্য দাবি জানায় তারা ।