কলকাতা, ৬ মার্চ : CPI(M) পার্টি অফিস ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে কসবা এলাকার ১০৭ নম্বর ওয়ার্ডের হালতুতে। অভিযোগ, গতরাতে দুষ্কৃতীরা পার্টি অফিস ভাঙচুর করে। পাশাপাশি অফিসের পাশে থাকা কিছু বাড়িতেও ভাঙচুর চালানোর চেষ্টা করে।
CPI(M) পার্টি অফিসে দুষ্কৃতী হামলা - attack on party office
কসবার CPI(M) পার্টি অফিস ভাঙচুর করল দুষ্কৃতীরা। গতরাতের ঘটনা। কসবা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
CPI(M) পার্টি অফিস
CPI(M) কর্মীদের অভিযোগ, গতকাল রাত ৩ টে নাগাদ ৪-৫ জন দুষ্কৃতী পার্টি অফিসে চড়াও হয়। তারা অফিসের শহিদবেদির পতাকা ছিড়ে দিয়েছে। কাচের জানালা ইট দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এমন কী অফিসের দরজা ভাঙারও চেষ্টা করা হয়।
CPI(M) কর্মী প্রশান্ত দাস জানান, এই ঘটনায় পার্টি অফিসে রাখা নথিপত্রের কোনও ক্ষতি হয়নি। দুষ্কৃতীরা অফিসের ভিতরে ঢুকতে পারেনি। ২০১১ সালেও এই পার্টি অফিস ভাঙচুরের চেষ্টা করা হয়েছিল। কসবা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।