পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেলগাছিয়ার ২টি বুথে CPI(M) এজেন্টকে মারধর, ভোট লুটের অভিযোগ - agent

বেলগাছিয়ার 249, 250 নম্বর বুথ থেকে CPI(M) এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ । 285 নম্বর বুথেও একই অবস্থা । অভিযোগ কলকাতা উত্তরের CPI(M) প্রার্থী কনীনিকা বোস(ঘোষ)-এর ।

ঘটনাস্থানের ছবি

By

Published : May 19, 2019, 9:04 AM IST

Updated : May 19, 2019, 10:42 AM IST

বেলগাছিয়া, 19 মে : বেলগাছিয়ার 249, 250 নম্বর বুথ থেকে CPI(M) এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ । এক এজেন্টকে পরে রাস্তায় দাঁড় করিয়ে মারধরও করা হয় । ঘটনাস্থানে পৌঁছান কলকাতা উত্তরের CPI(M) প্রার্থী কনীনিকা বোস(ঘোষ) । তিনি ভোট লুটের অভিযোগ তোলেন ।

এবিষয়ে কনীনিকা বোস বলেন, "এত কীসের ভয় । এই হচ্ছে লুটেরা বাহিনী । মানুষকে বলছি এখনও ভেবে দেখুন । লুটেরা বাহিনীর হাতে কতদিন থাকবে এই রাজ্য । এদের এত মেরেছে । সকলকে হাসপাতালে পাঠাতে হবে । ওদের কাছ থেকে সমস্ত কাগজ কেড়ে নেওয়া হয়েছে । আমি শুধু সকাল থেকে এজেন্ট বুথে ঢোকাচ্ছি আর বের করছি । গতকাল রাত থেকে এই চলছে । এর কোনও ব্যবস্থা নেই । কোনও নিরাপত্তা নেই । আমাদের লোক বসতেই দিচ্ছে না বুথে ।"

দেখুন ভিডিয়ো
Last Updated : May 19, 2019, 10:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details