বেহালা, 8 অগস্ট: ফের পথ দুর্ঘটনার কবলে স্কুল ছাত্র ৷ এবার ঘটনাস্থল হরিদেবপুরের কালিতলা বলাকা ৷ মঙ্গলবার সকালে অভিভাবকের সঙ্গে স্কুলে যাচ্ছিল পড়ুয়া ৷ এই সময় হঠাৎ নাবালকটি তার অভিভাবকের হাত ছেড়ে চলে যায় ৷ রাস্তার উপর দিয়ে যাওয়া একটি ট্যাক্সি তাকে ধাক্কা মারে ৷ গুরুতর আহত অবস্থায় পড়ুয়াকে প্রথমে ঠাকুরপুকুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তারপর তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ জানা গিয়েছে, পড়ুয়া শ্রী সত্যবালা বিহার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ৷
এর আগে 4 অগস্ট, শুক্রবার সকালে বেহালায় পথদুর্ঘটনায় প্রাণ হারায় সাত বছরের সৌরনীল ৷ এদিন সেও বাবার হাত ধরে স্কুলে যাচ্ছিল ৷ বড়িশা হাইস্কুলের প্রাথমিক বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্রকে সেদিন পিষে দিয়ে যায় একটি লরি ৷ এই দুর্ঘটনায় গুরুতর জখম হন সৌরনীলে বাবা সরোজ সরকার ৷ তাঁকে আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷