কলকাতা , 8 অগাস্ট : CITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহুর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে । আজ স্বাভাবিক খাওয়া-দাওয়া করেছেন তিনি । মুখে তাঁর কিছুটা হলেও অরুচি রয়েছে । তবে নতুন করে ফুসফুসের সংক্রমণ ছড়ায়নি । চিকিৎসকদের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে ।
কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই সদস্যের মেডিকেল টিম তাঁর চিকিৎসা করছে । চিকিৎসকেরা জানিয়েছেন , আজ তিনি ওয়ার্ডের মধ্যে বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছেন । তবে কোরোনা ভাইরাস থেকে তিনি সম্পূর্ণ মুক্ত হননি । যদিও গতকাল কোরোনা পরীক্ষা করালে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে । তবে এখনও শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে রয়েছে । উপসর্গ রয়েছে । আগামী 24 ঘন্টা তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা ।