কলকাতা, 27 মার্চ: সন্তান লাভের আশাতেই নাবালিকাকে গলা কেটে নৃশংসভাবে হত্য়া করা হয়েছে। তিলজলার এই ঘটনায় এখনও পর্যন্ত এই তথ্যই প্রাথমিকভাবে সামনে এসেছে বলে দাবি পুলিশের। তবে অভিযুক্তের বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় খুনের প্রকৃত কারণ সম্পর্কে এখনই নিশ্চিত হতে পারছে না পুলিশ ৷ (Tiljala Minor Girl Murder Case)
তিলজলা কাণ্ডে ধৃত অলোক কুমার বিহারের সমস্তিপুর এলাকার বাসিন্দা ৷ পুলিশ সূত্রে খবর, গ্রেফতারের পর তদন্তকারীদের সে জানিয়েছে, বিহারের একজন ব্যক্তির কথাতেই সে এই জঘন্য অপরাধ করেছে। যদিও ধৃতের বক্তব্যই সঠিক, নাকি এই খুনের পিছনে অন্য় কোনও কারণ আছে তা তদন্ত সাপেক্ষ বলে দাবি করেছেন তদন্তকারীরা ৷ পাশাপাশি অভিযুক্তের প্রতিটি বক্তব্য়ের দিকে বিশেষভাবে খেয়াল রাখছেন তদন্তকারীরা। সূত্রের খবর, জেরায় অলোক কুমার পুলিশকে জানিয়েছে, নবরাত্রি চলাকালীন কোনও শিশুকে যদি গলা কেটে হত্য়া করা যায় তবে সে সন্তান লাভ করতে পারবে বলে জানিয়েছিল তান্ত্রিক। যদিও এই ঘটনার সত্যতা এখনও পর্যন্ত যাচাই করেনি লালবাজার।
সেইসঙ্গে, এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। প্রসঙ্গত, অভিযুক্ত অলোক কুমার সন্তানহীন। সন্তানলাভের আশাতেই তিনি সাত বছরের ওই শিশুকন্য়াকে খুন করেছে বলেও প্রাথমিকভাবে মনে করছে পুলিশ ৷ রবিবার ঘটনা প্রকাশ্য়ে আসার পরই এলাকায় উত্তেজনা দেখা দেয়। রাতে উত্তাল হয়ে ওঠে তিলজলা থানা চত্বর।