কলকাতা, 3 জানুয়ারি: কলকাতায় এই প্রথম হদিশ মিলল চিনা নিউমোনিয়ার । পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চিনা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভরতি রয়েছে 10 বছরের বালিকা । বাঁশদ্রোণীর বাসিন্দা সে । হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গিয়েছে, মাইকোপ্লাজমা নিউমোনি ব্যাকটেরিয়ায় আক্রান্ত ওই বালিকা । জানা গিয়েছে, 25 ডিসেম্বর পার্ক সার্কাসের ওই হাসপাতালে ভরতি করা হয় মেয়েটিকে । হাসপাতালে ভরতির পরে তার সর্দি ও শুকনো কাশির উপসর্গ দেখা গিয়েছিল । এছাড়াও গায়ে প্রচণ্ড জ্বর ছিল বলে খবর ।
হাসপাতালের তরফে জানা গিয়েছে, মেয়েটির চোখেও সংক্রমণ দেখা গিয়েছিল । চোখ লাল হয়ে ফুলে উঠেছিল । প্রথমে মনে করা হয়েছিল সর্দি-কাশির অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ । কিন্তু পরে নাবালিকার থুতু-লালার নমুনা পরীক্ষা করে ধরা পড়ে মাইকোপ্লাজমা নিউমোনি । হাসপাতালের এক চিকিৎসক জানান, মেয়েটির প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল । তাকে অক্সিজেন সাপোর্টে রাখতে হয় । তবে নিউমোনিয়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে ধীরে ধীরে মেয়েটি স্থিতিশীল হয়েছে ।