কলকাতা, 4 অগাস্ট : ফের সাঁতার শিখতে গিয়ে মৃত্যুর ঘটনা । আজ সকালে কলেজ স্কয়্যারের সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হয়েছে 17 বছরের এক কিশোরের । নাম মহম্মদ শাহবাজ ৷ কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগের একটি দল দীর্ঘক্ষণ তল্লাশি চালায় ৷ সকাল 10 টা নাগাদ উদ্ধার হয় ওই কিশোরের দেহ । ময়নাতদন্তের জন্য দেহটিকে মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আজ সকালে কলেজ স্কয়্যারে সাঁতার শিখতে নামে বছর সতেরোর মহম্মদ শাহবাজ । বাড়ি ডাঃ সুধীর বোস লেন এলাকায় । সুইমিং পুলে ডাইভ মারার পরেই তলিয়ে যায় সে । ঘটনাটি ভোর সাড়ে ছটা নাগাদ ঘটে । তৎক্ষণাৎ হেল্প লাইন নম্বর 100-তে ফোন করা হয় । ঘটনাস্থানে আসে আর্মহার্স্ট স্ট্রিট থানার পুলিশ । চেষ্টা চলে উদ্ধারের । কিছুক্ষণ পরে আসে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ । সুইমিংপুলে চিরুনি তল্লাশি শুরু হয় । 8 জন ডুবুরি নামানো হয় এই কাজে । দেহ উদ্ধারের পর ডুবুরিরা জানান, জলের নিচে শোয়া অবস্থায় উদ্ধার হয় দেহটি ।