কলকাতা ও ডায়মন্ডহারবার, 10 জানুয়ারি: ডায়মন্ডহারবার 1 নম্বর ব্লকের মশাট গ্রাম পঞ্চায়েতে বোমা বিস্ফোরণে গুরুতর জখম এক নাবালক ৷ বুধবার সোশাল মিডিয়ায় এই খবর দেওয়ার পাশাপাশি ঘটনার ভিডিয়ো এবং ছবিও শেয়ার করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, পুলিশ এই ঘটনাটিকে ধামাচাপা দিচ্ছে ৷ কোনও এফআইআর দায়ের হয়নি ৷ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালক কলকাতার এসএসকেএম হাসপাতালে ভরতি ৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও বিষয়টিকে ধাপাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু ৷
এদিন সকালে শুভেন্দু তাঁর এক্স হ্যান্ডেলে বোমা বিস্ফোরণে আহত নাবালকের ছবি ও দুর্ঘটনাস্থলের ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'ডায়মন্ডহারবার মডেল'কেও নিশানা করেছেন ৷ শুভেন্দু জানিয়েছেন, "এটাই আসল ডায়মন্ডহারবার মডেল: দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ডহারবার 1 ব্লকের মশাট গ্রাম পঞ্চায়েত ৷ সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের একটি ছেলে তাজা বোমাকে বল ভেবে খেলতে গেলে বিস্ফোরণ হয় এবং তাতে সে গুরুতরভাবে জখমও হয়েছে ৷"
শুভেন্দু জানিয়েছেন, জখম হওয়া ছেলেটি নাবালক বলে তিনি তাঁর নাম ও ছবি প্রকাশ্যে আনেছেন না ৷ তবে, এই ইস্যুতে ডায়মন্ডহারবার পুলিশ এবং 'ডায়মন্ডহারবার মডেলে'র সমালোচনা করেছেন তিনি ৷ পুলিশের বিরুদ্ধে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ৷ ওই পোস্টে শুভেন্দু আরও লেখেন, "এবার আমরা বুঝতে পারছি কেন ডায়মন্ডহারবার পুলিশ জেলাকে 'বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট' হিসেবে পুরস্কৃত করা হয়েছে ৷"
এই ঘটনায় পুলিশে কোনও এফআইআর দায়ের হয়নি বলে অভিযোগ করেছেন শুভেন্দু ৷ সেই সঙ্গে এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধেও বিষয়টিকে লুকানোর অভিযোগ এনেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, "এই ঘটনায় কোনও মামলা দায়ের করা হয়নি এবং রোগীকে (নাবালক) খুব গোপনিয়তার সঙ্গে এসএসকেএম হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ এমনকী হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ জানানোর বিষয়টি জরুরি বলে মনে করেনি ৷"
আরও পড়ুন:
- এনকাউন্টার করে দিতে পারে পুলিশ, আশঙ্কা প্রকাশ করে শাহজাহানকে আত্মসমর্পণের পরামর্শ শুভেন্দুর
- বাংলাদেশ যায়নি, তাহলে কোথায় শাহজাহান? নন্দীগ্রাম থেকে জানালেন শুভেন্দু
- আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেও সন্দেশখালি প্রশ্নে স্পিকটি নট মমতা