কলকাতা, 12 জানুয়ারি:ত্রিফলা অভিযানে ইডি। শুত্রবার সকালে তৃণমূলে তিন হেভিওয়েটের বাড়ি ঘিরে ফেললেন ইডি আধিকারিকরাষ সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। প্রথমে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে শুরু হয় ইডির তল্লাশি ৷ শ্রীভূমিতে সুজিতের দুটি বাড়িতেই তল্লাশি চালায় ইডি। তারপরেই উত্তর দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী ও তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি ঘিরে ফেলে ইডি ৷সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যেই এই তিন তৃণমূল নেতা ও মন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি-র আধিকারিকরা ৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ঘিরে ফেলে সুজিত বসু, সুবোধ চক্রবর্তী ও তাপস রায়ের বাড়ি ৷ সন্দেশখালির ঘটনার কয়েকদিনের মধ্যেই জোরদার তল্লাশি অভিযান ইডির । শ্রীভূমি থেকে বিরাটী, তিন হেভিওয়েট তৃণমূল নেতার বাড়ি ইডির ঘেরাটোপে।
পৌর দুর্নীতি মামলায় গত বছরই গ্রেফতার হয়েছিল অয়ন শীল ৷ তাঁকে গ্রেফতারের পর পৌর দুর্নীতির একাধিক প্রামাণ ইডি আধিকারিকদের হাতে আসে ৷ তাঁর বাড়ি থেকে একাধিক নথিপত্র উদ্ধার করে ইডি ৷ পৌরসভার নিয়োগের পরীক্ষার ওএমআর শিট পাওয়া যায় ৷ পাশাপাশি জেরায় পাওয়া যায় একাধিক প্রভাবশালী ব্যক্তির নামের তালিকা ৷ সেখানেই উল্লেখ ছিল দমকলমন্ত্রী সুজিত বসুর নাম বলে খবর৷ সেই সময়ে দক্ষিণ দমদম পৌরসভার দুই বারের ভাইস চেয়ারম্যান এবং তিনি প্রশাসক ছিলেন ৷
2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত রাজ্যে একাধিক পৌরসভায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি নিয়োগ হয়েছিল ৷ সেই নিয়োগেও বেআইনি নিয়োগ সামনে আসে ৷ তদন্তে এগানোর সঙ্গে সঙ্গে সিআইডি জালে আসে একের পর এক তাবড় নেতা ৷ তাদেরকে জেরা করে শাসকদলের একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রীর নাম উঠে আসে ৷