পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইডির ত্রিফলা অভিযান! সকালেই ঘেরা হল সুজিত-সহ তৃণমূল হেভিওয়েটদের বাড়ি - ইডি হানা

ED Raid: পৌর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী সুজিত বোসের বাড়িতে ইডির আধিকারিকদের তল্লাশি ৷ শুক্রবার সকালে তাপস রায়, সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা ইডির ৷

ED Raid
তালিকায় তৃণমূলের হেভিওয়েটরা

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 7:18 AM IST

Updated : Jan 12, 2024, 2:33 PM IST

সুজিত বসুর বাড়ি ইডি

কলকাতা, 12 জানুয়ারি:ত্রিফলা অভিযানে ইডি। শুত্রবার সকালে তৃণমূলে তিন হেভিওয়েটের বাড়ি ঘিরে ফেললেন ইডি আধিকারিকরাষ সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। প্রথমে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে শুরু হয় ইডির তল্লাশি ৷ শ্রীভূমিতে সুজিতের দুটি বাড়িতেই তল্লাশি চালায় ইডি। তারপরেই উত্তর দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী ও তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি ঘিরে ফেলে ইডি ৷সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যেই এই তিন তৃণমূল নেতা ও মন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি-র আধিকারিকরা ৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ঘিরে ফেলে সুজিত বসু, সুবোধ চক্রবর্তী ও তাপস রায়ের বাড়ি ৷ সন্দেশখালির ঘটনার কয়েকদিনের মধ্যেই জোরদার তল্লাশি অভিযান ইডির । শ্রীভূমি থেকে বিরাটী, তিন হেভিওয়েট তৃণমূল নেতার বাড়ি ইডির ঘেরাটোপে।

পৌর দুর্নীতি মামলায় গত বছরই গ্রেফতার হয়েছিল অয়ন শীল ৷ তাঁকে গ্রেফতারের পর পৌর দুর্নীতির একাধিক প্রামাণ ইডি আধিকারিকদের হাতে আসে ৷ তাঁর বাড়ি থেকে একাধিক নথিপত্র উদ্ধার করে ইডি ৷ পৌরসভার নিয়োগের পরীক্ষার ওএমআর শিট পাওয়া যায় ৷ পাশাপাশি জেরায় পাওয়া যায় একাধিক প্রভাবশালী ব্যক্তির নামের তালিকা ৷ সেখানেই উল্লেখ ছিল দমকলমন্ত্রী সুজিত বসুর নাম বলে খবর৷ সেই সময়ে দক্ষিণ দমদম পৌরসভার দুই বারের ভাইস চেয়ারম্যান এবং তিনি প্রশাসক ছিলেন ৷

2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত রাজ্যে একাধিক পৌরসভায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি নিয়োগ হয়েছিল ৷ সেই নিয়োগেও বেআইনি নিয়োগ সামনে আসে ৷ তদন্তে এগানোর সঙ্গে সঙ্গে সিআইডি জালে আসে একের পর এক তাবড় নেতা ৷ তাদেরকে জেরা করে শাসকদলের একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রীর নাম উঠে আসে ৷

ঠিক 2 দিন আগে কলকাতায় এসেছিলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। ইডির আধিকারিকদের সঙ্গে সিজিও কমপ্লেক্সে উচ্চপর্যায়ের বৈঠকও করেন তিনি। জানা যায়, সেই বৈঠকে রাজ্যে একাধিক দুর্নীতি মামলা, সন্দেশখালি থেকে শাহাজাহন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মূলত প্রত্যেক বিষয়ে আইনি সমাধানের পথ কীভাবে প্রশস্ত হবে সেই বিষয়টিকেই প্রাধান্য দেন ইডি ডিরেক্টর। সূত্রের খবর, শিক্ষক থেকে পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আইনি সমাধানকে গুরুত্ব দিয়ে বৈঠক করেন তিনি।

এক্ষেত্রে যে বিষয়টি উল্লেখযোগ্য, ইডি ডিরেক্টর কলকাতায় আসার সাত দিন আগেই সন্দেশখালির ঘটনাটি ঘটে। মনে করা হয়েছিল, সন্দেশখালিকাণ্ডের পর কড়া রূপেই সামনে আসবে ইডি। সেই সম্ভাবনাই কি সত্যি হল? শুক্রবার সকালে যেভাবে সুজিত বসু সহ তৃণমূলের হেভিওয়েট নেতাদের বাড়ি ইডির ত্রিফলা অভিযান শুরু হল, তাতে সেই প্রশ্নই বড় হয়ে উঠছে ।

আরও পড়ুন:

  1. পৌরসভায় নিয়োগ-দুর্নীতি, দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করল সিবিআই
  2. পৌরসভা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি ! সিবিআই হানা অদিতি মুন্সীর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়ি
  3. জ্যোতিপ্রিয়র অফিসে যেতেন বাকিবুর, দাবি মন্ত্রীর আপ্তসহায়কের
Last Updated : Jan 12, 2024, 2:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details