কলকাতা, 10 ফেব্রুয়ারি: দোষ করলে আইন অনুযায়ী শাস্তি হবে ৷ মুখ্যমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠ কারও বাড়ি থেকে অর্থ উদ্ধার হলে তাঁকে টেনে আনা উচিত নয় । এভাবেই বিজেপির আক্রমণের পালটা জবাব দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ৷ বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেন, "মনে হচ্ছে ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকের কাছে পৌঁছে গিয়েছে ৷ এবার খুব শিগগিরই মুখ্যমন্ত্রীর পালা আসতে চলেছে ৷" জবাবে গেরুয়া শিবিরকে কটাক্ষ করে মন্ত্রী বলেন, "সুকান্ত মজুমদাররা বাজে বকছে ৷ আমিও সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে চিনি ৷ আমরা তো সবাই সবাইকে চিনি ৷ মিডিয়ার দৌলতে, রাজনীতি করতে গিয়ে চিনি ৷ ওই চেনা দিয়ে কি হবে ? যে যা দোষ করবে, আইন মেনে শাস্তি পাবে ৷"
এ প্রসঙ্গে তিনি নিজেকেও বাদ দেননি ৷ তাঁর কথায়, "কোনওদিন যদি আমি অন্যায় করি, আমিও শাস্তি পাব ৷ তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই ৷" এই শাস্তি থেকে কেউ রেহাই পাবে না ৷ পরিবহণ মন্ত্রী জোর দিয়ে বলেন, "এখানে তৃণমূল কংগ্রেসের ভিতরে হোক, তার সঙ্গে সম্পর্কিত হোক, তার থেকে 100 মিটার দূরে দাঁড়িয়ে থাকা মানুষই হোক, যে অন্যায় করবে, সে তো শাস্তি পাবেই ৷ আইন আইনের পথে চলবে ৷ তাই তার সঙ্গে কার সম্পর্ক আছে, কার সঙ্গে কার ছবি দেখা গিয়েছে, তাতে কিছু হবে না ৷ আমরাও তো নরেন্দ্র মোদির সঙ্গে বিজয় মালিয়া থেকে শুরু করে নীরব মোদির ছবি দেখেছি ৷ ওরা তো পালিয়ে বেড়াচ্ছে ৷ তাহলে নরেন্দ্র মোদী আছেন কেন ? তাঁরও তো তাহলে পালিয়ে যাওয়া উচিত ।"