পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্রমিকদের ফেরানো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন অমিত শাহ: অধীর চৌধুরি

রাজস্থান এবং কেরালা থেকে মাত্র দুটি ট্রেনে করে কয়েকজন শ্রমিককে ফিরিয়ে আনা হয়েছে । এখনও পশ্চিমবঙ্গের সিংহভাগ শ্রমিক দেশের বিভিন্ন রাজ্যে আটকে রয়েছেন । এনিয়ে অমিত শাহর সঙ্গে কথা বলেন অধীর চৌধুরি ।

অধীর চৌধুরী
অধীর চৌধুরী

By

Published : May 7, 2020, 11:07 PM IST

কলকাতা, 7 মে: হাতির পেটে এলাচের দানা । এত শ্রমিক রাজ্যের বাইরে । অথচ মাত্র দুটি ট্রেনে করে শ্রমিকদের ফেরানো হল । এই নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন অধীর চৌধুরি । আজ দীর্ঘক্ষণ অধীরবাবুর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টেলিফোনে কথা হয় । পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ না থাকায় আটকে পড়া শ্রমিকরা ঘরে ফিরতে পারছেন না বলে অধীর চৌধুরিকে জানিয়েছেন অমিত শাহ ।

কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে । বাড়ছে আক্রান্তের সংখ্যাও । এই অবস্থায় ভিন রাজ্যে আটকে রয়েছেন এ রাজ্যের শ্রমিকরা । রাজস্থান এবং কেরালা থেকে মাত্র দুটি ট্রেনে করে কয়েকজন শ্রমিককে ফিরিয়ে আনা হয়েছে । এখনও পশ্চিমবঙ্গের সিংহভাগ শ্রমিক দেশের বিভিন্ন রাজ্যে আটকে রয়েছেন । কেবল শ্রমিক নয়, অসুস্থ রোগী, ছাত্র, এবং পর্যটকরাও অসহায় অবস্থায় আধপেটা খেয়ে অন্য রাজ্যে আটকে রয়েছেন বলে জানিয়েছেন অধীর চৌধুরি । শ্রমিক সহ অন্যান্য রাজ্যে আটকে থাকা মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা ও বঞ্চনা করছেন বলে অভিযোগ করেছেন তিনি ।

অধীরবাবু বলেন, "ইতিমধ্যেই উত্তরপ্রদেশ এবং বিহার যথাক্রমে আড়াই ও দেড় লাখ শ্রমিককে অন্য রাজ্য থেকে নিজেদের রাজ্যে ফিরিয়ে নিয়েছে । অথচ পশ্চিমবঙ্গ থেকে ভিনরাজ্যে আটকে থাকা মানুষের ঘরে ফেরানোর জন্য কোনওরকম যোগাযোগ করা হচ্ছে না ।"

বেঙ্গালুরুতে আজ 500 জন মানুষ পরিবার সহ বিক্ষোভ দেখিয়েছে । প্রশাসনিক কর্তারা বলছে পশ্চিমবঙ্গ না ফেরালে তাদের কিছু করার নেই । হোটেলে থাকার পয়সা নেই অনেকের । সমগ্র বিষয় নিয়ে আজ অমিত শাহের সঙ্গে কথা বলেছেন অধীর চৌধুরি । অমিত শাহ জানিয়েছেন, তিনি এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন । সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে কথা বলে কোরোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট দিয়ে তাদের ফেরানোর কথা বলবেন তিনি ।

অধীর চৌধুরী জানিয়েছেন, অমিত শাহ স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন ।

ABOUT THE AUTHOR

...view details