কলকাতা, 25 অক্টোবর: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বদলে গেল রাজ্যের দূষণ চিত্র । 2019, 2020 ও 2021 সালের তুলনায় এ বছর দীপাবলিতে দূষণের ছবিটা রাত 9টা পর্যন্ত স্বাভাবিক ছিল । তবে রাত বাড়তেই বাজির তাণ্ডব শুরু হয় । সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকে বৃষ্টি হওয়ায় গত বছরের তুলনায় এবছর বাতাসে দূষণের মান অনেকটাই ভালো ছিল । এদিকে অবৈধ বাজির কারবারে রাজ্যজুড়ে 185 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া (Environment Minister Manas Bhunia sits in control room) ।
সোমবার সন্ধ্যায় পরিবেশ ভবনের কন্ট্রোল রুমে ছিলেন তিনি । রাজ্যের বিভিন্ন জায়গার শব্দ দূষণ ও বায়ু দূষণের হালহকিকত কী, তার খোঁজ নেন । তাঁর উপস্থিতিতে কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বরে আসা অভিযোগ সমাধানে নির্দিষ্ট থানা এলাকার পুলিশকে নির্দেশ দেন । একই ভাবে প্রতি 15 মিনিট অন্তর রাজ্য দূষণের তথ্য দিল্লি আইআইটির স্কলারদের কাছে পৌঁছানোর নির্দেশ দেন । যাতে প্রতি মুহূর্তে রাজ্যের দূষণ বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধারে গবেষণা করা যায় ।