পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Municipal Election: পঞ্চায়েত নির্বাচনের সঙ্গেই রাজ্যে বালি-সহ সাত পৌরসভার ভোট - Panchayat Election

এবার পৌরসভার ভোট কবে হবে জানিয়ে দিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim) ৷ পঞ্চায়েত নির্বাচনের সঙ্গেই রাজ্যে বালি-সহ সাত পৌরসভার ভোট (Municipal Election) বলে জানান তিনি ৷

Minister Firhad Hakims say about seven Panchayat Election
Minister Firhad Hakims say about seven Panchayat Election

By

Published : Nov 6, 2022, 12:58 PM IST

কলকাতা, 6 নভেম্বর: পঞ্চায়েত ভোটের সঙ্গেই রাজ্যে হবে মেয়াদ শেষ হওয়া সাত পৌরসভার ভোট (Municipal Election) । এমনটাই জানিয়েছেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim) । সারাবছর নির্বাচন নির্বাচন করলে কাজের ক্ষতি হয় । আর সে কারণেই যে সাতটি পৌরসভায় ভোট বাকি রয়েছে সেগুলি পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) সঙ্গে সম্পন্ন হবে বলে জানান তিনি ।

প্রসঙ্গত, দীর্ঘদিন হাওড়া পৌরনিগমের (Howrah Municipal Corporation) মেয়াদ শেষ হয়ে গেলেও প্রশাসনের দাবি রাজভবনের গড়িমসিতে নির্বাচন সম্ভব হয়নি রাজ্যে । কিন্তু প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর এই পরিস্থিতির সামান্য হলেও পরিবর্তন হয়েছে । আর তার উপর দাঁড়িয়ে বালি পৌরসভা এবং হাওড়া পৌরনিগমের ভোটের কথা বলছে রাজ্য সরকার ।

13 অক্টোবর শেষ হয়েছে ধুপগুড়ি, হলদিয়া বুনিয়াদপুর ও পাঁশকুড়া পৌরসভার মেয়াদ । একইসঙ্গে মেয়াদ শেষ হয়েছে দুর্গাপুর, নলহাটি এবং কুপার্স ক্যাম্প পৌরসভারও । মে মাসে শেষ হয় কালিম্পং, ডোমকল, পূজালী এবং কার্শিয়াং পৌরসভার মেয়াদ ।

খুব স্বাভাবিকভাবেই এই জায়গাগুলিতে পৌর ভোট কবে হবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল ওয়াকিবহাল মহলে । পৌরমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, পঞ্চায়েত নির্বাচনের সঙ্গেই হবে এই পৌরসভাগুলির ভোট । ফলে মনে করা হচ্ছে, আগামী বছরের শুরুতে এই পৌরসভাগুলিতে ভোট হতে পারে ।

এখন পর্যন্ত যা খবর, আগামী বছরের শুরুর দিকে পঞ্চায়েত নির্বাচন করার প্রস্তাব ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনে পাঠিয়েছে নবান্ন । রাজ্য চায় জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ভোট হোক । ফিরহাদের কথা থেকেই পরিষ্কার ওই সময় শুধু পঞ্চায়েত নির্বাচন নয়, একইসঙ্গে পৌরভোটও সেরে ফেলতে চায় তারা ।

আরও পড়ুন:প্রকাশিত পঞ্চায়েত নির্বাচনের খসড়া তালিকা, আসন বাড়ছে তিন স্তরেই

আগামী বছরের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে ধরে নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়া শুরু করার তত্‍পরতা বাড়িয়ে দিয়েছে । পুজোর পর থেকেই রাজনৈতিক দলগুলি কমবেশি নিজেদের মতো করে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details