কলকাতা, 6 নভেম্বর: পঞ্চায়েত ভোটের সঙ্গেই রাজ্যে হবে মেয়াদ শেষ হওয়া সাত পৌরসভার ভোট (Municipal Election) । এমনটাই জানিয়েছেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim) । সারাবছর নির্বাচন নির্বাচন করলে কাজের ক্ষতি হয় । আর সে কারণেই যে সাতটি পৌরসভায় ভোট বাকি রয়েছে সেগুলি পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) সঙ্গে সম্পন্ন হবে বলে জানান তিনি ।
প্রসঙ্গত, দীর্ঘদিন হাওড়া পৌরনিগমের (Howrah Municipal Corporation) মেয়াদ শেষ হয়ে গেলেও প্রশাসনের দাবি রাজভবনের গড়িমসিতে নির্বাচন সম্ভব হয়নি রাজ্যে । কিন্তু প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর এই পরিস্থিতির সামান্য হলেও পরিবর্তন হয়েছে । আর তার উপর দাঁড়িয়ে বালি পৌরসভা এবং হাওড়া পৌরনিগমের ভোটের কথা বলছে রাজ্য সরকার ।
13 অক্টোবর শেষ হয়েছে ধুপগুড়ি, হলদিয়া বুনিয়াদপুর ও পাঁশকুড়া পৌরসভার মেয়াদ । একইসঙ্গে মেয়াদ শেষ হয়েছে দুর্গাপুর, নলহাটি এবং কুপার্স ক্যাম্প পৌরসভারও । মে মাসে শেষ হয় কালিম্পং, ডোমকল, পূজালী এবং কার্শিয়াং পৌরসভার মেয়াদ ।