পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Metro Pillar Colour Controversy: পিলারের রং নিয়ে মেট্রোকে চিঠি ফিরহাদের, নীরব কর্তৃপক্ষ - Blue and White theme colour of West Bengal

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর শহরের চারদিকে শুধু নীল ও সাদা রং ৷ সরকারি ভবন থেকে রাস্তার ধারের রেলিং অথবা ব্রিজ সব জায়গায় এই দু'টি রং ব্যবহার করা হয় ৷ কিন্তু বাদ গিয়েছে মেট্রোর পিলার ৷ এবার রং বদলানোর জন্য চিঠি দিলেন মেয়র (Firhad Hakim writes over Metro Pillar Colour) ৷

Mayor Firhad Hakim
মেয়র ফিরহাদ হাকিম

By

Published : Feb 17, 2023, 9:56 AM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি: মেট্রো রেলের পিলার রঙের ক্ষেত্রে মানা হয়নি শহরের 'নীল-সাদা রঙের থিম' ৷ সম্প্রতি এই বক্তব্য জানিয়ে মেয়র ফিরহাদ হাকিম চিঠি দেন মেট্রো রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএলকে (Metro Rail Vikas Nigam Limited, RVNL) । এই চিঠিটি এখন প্রকাশ্যে এসেছে ৷ জানা গিয়েছে, জানুয়ারি মাসের 18 তারিখে চিঠিটি মেট্রো রেল বিকাশ নিগম লিমিটেডকে চিঠি দেন কলকাতা পৌরনিগমের মেয়র (Mayor Firhad Hakim over Blue and White theme colour of West Bengal) ৷

বয়ানে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের থিম কালার হিসেবে নীল ও সাদা রং বেছে নিয়েছে ৷ আর সেই মতো সরকারি বাড়িগুলি থেকে শুরু করে রাস্তা, রেলিং, ব্রিজ সবকিছুতে এই দু'টি রঙ করা হয়েছে ৷ তাই ওই চিঠিতে রেল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়, শহরের থিম রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোর পিলারগুলি নীল ও সাদা রঙ করা হোক ৷

ফিরহাদের হাকিমের দেওয়া চিঠি

সূত্রের খবর, এই চিঠি পাওয়ার পর প্রায় এক মাস কেটে গিয়েছে ৷ তা সত্ত্বেও মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এই রং বদলানো নিয়ে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি ৷ আরভিএনএল-এর পক্ষ থেকে এই বিষয় কোনও সিদ্ধান্ত সামনে আসেনি ৷ প্রসঙ্গত 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর নীল ও সাদা রং দু'টির উপর বাড়তি গুরুত্ব দেন ৷ তাঁর পছন্দমতো শহরের সরকারি ভবন, রাস্তার পাশে রেলিং, ব্রিজ সর্বত্র এই দু'টি রঙ ব্যবহার করা হয়েছে ৷

আরও পড়ুন: দ্রুত মেট্রোর কাজ শেষ করতে বরাদ্দ বেড়েছে 165 শতাংশ, বছর শেষেই সল্টলেক টু হাওড়া ময়দান

বর্তমানে কলকাতায় দু'টি মেট্রো প্রকল্পের কাজ করছে আরভিএনএল ৷ একটি জোকা-এসপ্ল্যানেড মেট্রো রুট এবং আর একটি নিউ গড়িয়া থেকে রাজারহাট হয়ে বিমানবন্দর ৷ উল্লেখ্য, এর আগেও মেট্রো রেলের পিলারের গায়ে বিজ্ঞাপন লাগানোকে কেন্দ্র করে পৌর ও নগরোয়ন্নন মন্ত্রী ফিরহাদ হাকিম মেট্রোরেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন ৷

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের কাজের জন্য যে সরকারি জমি দেওয়া হয়েছিল তার ডেভেলপমেন্ট চার্জ হিসাবে 257 কোটি টাকা মকুব করেছে রাজ্য সরকার ৷ কিন্তু এখন মেট্রোরেল কর্তৃপক্ষ নিউ টাউনের যে পথ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো যাচ্ছে, সেই পথের সবক'টি পিলারকে বিজ্ঞাপন লাগাবার জন্য বাণিজ্যিক ভাবে ব্যবহার করছে ৷ তাই এই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে মেট্রোকে কড়া ভাষায় চিঠি দিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

ABOUT THE AUTHOR

...view details