পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বনমন্ত্রী জেলে, জ্যোতিপ্রিয়কে ছাড়াই রবিবার চিড়িখানায় যাবেন ফিরহাদরা - জ্যোতিপ্রিয়

Firhad Hakim will go to Alipore Zoo: জ্যোতিপ্রিয়কে ছাড়াই রবিবার দুপুরে চিড়িখানায় যাবেন ফিরহাদ-বীরবাহারা ৷ চিড়িয়াখানার বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনও করবেন ফিরহাদ হাকিমরা ৷ চিতাবাঘের যে এনক্লোজার বৃদ্ধি করা হয়েছে সেটিও উদ্বোধন করা হবে ওইদিন।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 10:55 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর: দুর্নীতির অভিযোগে রাজ্যের বনমন্ত্রী জ্যোতপ্রিয় মল্লিক এই মুহূর্তে জেলে রয়েছেন। এদিকে রবিবার কলকাতার মেয়র তথা রাজ্যের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, সাংসদ মালা রায়-সহ একাধিক মন্ত্রী-আধিকারিক চিড়িয়াখানা যাচ্ছেন। ওইদিন দুপুর একটা নাগাদ চিড়িয়াখানা ঘুরে দেখবেন তারা।

সূত্রের খবর, চিড়িয়াখানার বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনও করবেন ফিরহাদ হাকিমরা ৷ তালিকায় রয়েছে অ্যাম্বুলেন্স, ব্যাটারি চালিত গাড়ি বিভিন্ন পশু-পাখিদের দেখার জন্য একাধিক এনক্লোজার। এছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসআর-এর টাকায় চিতাবাঘের যে এনক্লোজার বৃদ্ধি করা হয়েছে সেটিও উদ্বোধন করা হবে ওইদিন। জানা গিয়েছে, রবিবার গোটা ব্যবস্থাপনা নিয়ে এদিন কলকাতা পৌরনিগমে মেয়র ফিরহাদ হকিমের সঙ্গে বৈঠক করতে আসেন আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত।

অন্যদিকে, আকর্ষণ বাড়িয়ে হরিণ-সহ একাধিক পশু-পাখির নতুন বাচ্চা হয়েছে চিড়িয়াখানায়। তেমনি, সেখানে বাড়ানো হয়েছে জীবজন্তুর চলাফেরা করার এলাকাও। দর্শকদের সুবিধা করে দিতে পরিখা আরও বাড়ানো হচ্ছে। সাদা বাঘের চলাফেরা করার জায়গাও আগের থেকে অনেকটাই বাড়ানো হয়েছে। সমানভাবে পাখিদের এনক্লোজারের এলাকা বৃদ্ধিও ঘটেছে। দর্শকদের সুবিধা করে দিতে বিভিন্ন খাঁচার বাইরে পরিধি বাড়ানোর পাশাপাশি রেলিং-এর ব্যবস্থাও করা হয়েছে।

চিড়িয়াখানায় আগত দর্শকদের খাওয়ার পর যাতে কোনও রকম আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে না থাকে তার জন্য একাধিক নয়া ডাস্টবিনও বসানো হয়েছে বিভিন্ন জায়গায়। পরিবেশ বান্ধব একাধিক চটের ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন রকম সামগ্রীর দোকানও বসানো হয়েছে চিড়িয়াখানার ভিতরে। সামগ্রিকভাবে আলিপুর চিড়িয়াখানার জীবজন্তু এবং আগত দর্শকদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানার বর্তমান ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত ।

আরও পড়ুন

  1. 'পাপ যারা করেছে তার প্রায়শ্চিত্ত সরকার করবে', চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে জানালেন কুণাল
  2. 2025-এ ভারত 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি হবে, দাবি অমিত শাহের
  3. কাকলির উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানস্থল মুড়ল তৃণমূলের পতাকায়! বিতর্ক দানা বাঁধতেই ব‍্যাখা সাংসদের

ABOUT THE AUTHOR

...view details