কলকাতা, 31 অগস্ট : ধূপগুড়ির মতো ঘটনা রুখতে টাইম স্লিপ চালু করার কথা ভাবছে রাজ্য সরকার ৷ এমনটাই জানালেন পৌর প্রশাসক ফিরহাদ হাকিম ৷ এই বিষয়ে ইতিমধ্যেই মুখ্যসচিবের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ ।
তিনি বলেছেন, "যদি স্থানীয় থানা থেকে টাইম স্লিপ দেওয়া যায় তাহলে যে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তা এড়ানো যাবে ।" আজ ধূপগুড়িতে করোনা ভ্যাকসিন ক্যাম্পে বিশৃঙ্খলা চরমে ওঠে । পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন গুরুতর আহত হন । এই ঘটনা থেকেই নড়েচড়ে বসেছে কলকাতা পৌরনিগম । পৌর প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, দুয়ারের সরকার এবং কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য অনেক জায়গাতেই মানুষের লম্বা লাইন পড়ে যাচ্ছে ৷ যা থেকে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে । তাই এবার থেকে কলকাতায় যেখানেই দুয়ারে সরকারের ক্যাম্প বা ভ্যাকসিন দেওয়া হবে সেখানে স্থানীয় পুলিশ লাইন স্লিপ দিয়ে দেবে । সেই টাইম স্লিপ নিয়ে নির্দিষ্ট ব্যক্তি কাউন্টারে চলে এলেই ভ্যাকসিন পেয়ে যাবেন ।