পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 2:19 PM IST

Updated : Sep 13, 2023, 2:40 PM IST

ETV Bharat / state

Pedestrian Plaza: কলকাতার বুকে নিউইয়র্কের টাইম স্কোয়ার, আমোদেই মিলবে একঘেয়েমি থেকে মুক্তি

বিনোদনের নয়া ঠিকানা নিয়ে হাজির সল্টলেক সেক্টর-5 ৷ নিউইয়র্কের টাইম স্কোয়ারের আদলে এখানে তৈরি হল পেডেস্ট্রিয়ান প্লাজা ৷ মানসিক শান্তির খোঁজে ঢুঁ মেরে আসতে পারেন আপনিও ৷ কখন খোলা থাকবে ? কী পাওয়া যাবে ?

Pedestrian Plaza
পেডেস্ট্রিয়ান প্লাজা

কলকাতা, 13 সেপ্টেম্বর:বাঙালির উঠল বাই তো কটক যাই ৷ বরাবরই ভ্রমণ পিপাসু পশ্চিমবঙ্গবাসী ৷ ভিন রাজ্য থেকে বাইরের দেশ, ইচ্ছে হলেই ব্যাগপত্র নিয়ে রেরিয়ে পড়েন সকলে ৷ তবে অনেকের ইচ্ছে থাকলেও বিদেশ ভ্রমণ সাধ্যে কুলায় না ৷ তবে তাদের আর চিন্তা নেই ৷ নিউইয়র্ক না যেতে পারেন, কলকাতা তো আছে ৷ কারণ এবার কলকাতাতেই টাইম স্কোয়ারের আমেজ ৷ শহরের বুকে নির্মিত হল পেডেস্ট্রিয়ান প্লাজা ৷ মঙ্গলবার যার উদ্বোধন করলেন পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ৷

কোথায় এই পেডেস্ট্রিয়ান প্লাজা ?

সেক্টর -5 গেলেই দেখা মিলবে এই পেডেস্ট্রিয়ান প্লাজার ৷ ইনফিনিটি বিল্ডিংয়ের অদূরে 25 নম্বর রাস্তায় এই পেডিস্ট্রিয়ান প্লাজা তৈরি করা হয়েছে । এটি খোলা থাকবে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ৷

পেডেস্ট্রিয়ান প্লাজার উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম

কেন তৈরি হল পেডেস্ট্রিয়ান প্লাজা ?

জীবনের একঘেয়েমি কাটিয়ে মানসিক শান্তি ও শারীরিক বিশ্রাম দিতেই নিউইয়র্কের টাইম স্কোয়ারের আদলে সল্টলেক সেক্টর ফাইভে তৈরি হয়েছে এই পেডেস্ট্রিয়ান প্লাজা ৷ তবে শুধু বিধাননগর বা নিউটাউনের বাসিন্দারা নয়, এই বিনোদন, বিশ্রাম, আমোদক্ষেত্র ব্যবহার করতে পারবেন সল্টলেক সেক্টর -5 আসা সমস্ত আইটি কর্মীরা । সল্টলেক সেক্টর–5 কলকাতার ব্যস্ততম আইটি হাব । বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে নতুন প্রজন্মের ভিড় হয় এই চত্বরে থাকা আইটি বিল্ডিংগুলিতে । আইটি হাবের সদা ব্যস্ততায় নাভিশ্বাস উঠছে বহু কর্মীর । তাই তাদের মানসিক শান্তি ও বিশ্রাম মিলবে পেডেস্ট্রিয়ান প্লাজায় ৷

নিউইয়র্কের টাইম স্কয়ারের আদলে পেডেস্ট্রিয়ান প্লাজা

কী মিলবে পেডেস্ট্রিয়ান প্লাজায় ?

এখানে অফিসের চাপ থেকে কিছু সময় মুক্তভাবে খাওয়াদাওয়া, গানবাজনা, আড্ডা এমনকী চাইলে বন্ধ কাচের ঘরের কনফারেন্স করতে পারবেন । তবে এখানে গাড়ির নো এন্ট্রি ৷ সম্পূর্ণ চত্বরটিতে কেবল থাকবে মানুষের অবাধ বিচরণ । স্বচ্ছন্দভাবে বিচরণ করতে পারবেন পথচারীরা । দিন হোক বা রাত, মনোরম পরিবেশ, সুন্দর সাজসজ্জা নান্দনিক করে তুলছে গোটা এলাকাকে । দিনের আলো কমলে একে একে মায়াবী আলোর ছটায় অন্য মাত্রা নামছে এখানে । বিদেশের ধাঁচে আমোদ, বিনোদন, পেটপুজো, বিশ্রামের এক মিশেল ক্ষেত্র এই নবনির্মিত পেডেস্ট্রিয়ান প্লাজা ।

পেডেস্ট্রিয়ান প্লাজার প্রশংসা ফিরহাদের মুখে:

একের এক অভিনব ভাবনায় সল্টলেক সেক্টর -5 চত্বরকে সাজিয়ে তুলছে নবদিগন্ত ৷ তারই আরও একটি অভিনব উদ্যোগের বহিঃপ্রকাশ বা চমক হল এই পেডেস্ট্রিয়ান প্লাজা ৷ গতকাল সন্ধেয় যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম । এই অনুষ্ঠানে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, নবদিগন্তের চেয়ারম্যান দেবাশিস সেন, মুখ্য নির্বাহী আধিকারিক বদ্রি নারায়ণ কর, বিধাননগর পৌরনিগমের কাউন্সিলর প্রবীর সর্দার এবং এছাড়াও নবদিগন্তের আধিকারিকরা । নবদিগন্ত কর্তৃপক্ষের অভিনব ভাবনার প্রশংসা করেছেন ফিরহাদ ।

সল্টলেক সেক্টর-5'এ পেডেস্ট্রিয়ান প্লাজা

আরও পড়ুন:বাড়ছে পথ দুর্ঘটনা, বন্ধ রুটে ট্রাম লাইন তুলে দেওয়ার পরামর্শ ফিরহাদের

কলকাতার মেয়র ও মন্ত্রীর কথায়, আজকের প্রজন্ম চায় স্বাধীন একটা জীবন । যেখানে কাজের পর রাতে তাঁরা বন্ধুবান্ধব মিলে আড্ডা দেবে, গানবাজনা করবে, আনন্দ করবে । তাদের জন্যই এই পেডেস্ট্রিয়ান প্লাজা । খাওয়াদাওয়ার-সহ এলাহি আয়োজন রয়েছে এখানে । সঙ্গে থাকছে গানবাজনার ব্যবস্থাও ।

Last Updated : Sep 13, 2023, 2:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details