কলকাতা, 24 সেপ্টেম্বর: রাজভবনের অসহযোগিতা নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দরজায় পরিষদীয় মন্ত্রী । রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে সরাসরি নালিশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে । বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান যাতে দ্রুত করানো যায়, তার জন্য পুনরায় রাজ্যপালকে চিঠি দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রীর । আজ রবিবারই মুখ্যমন্ত্রীর হয়ে রাজ্যপালকে চিঠি দিচ্ছেন পরিষদীয় মন্ত্রী । আগামিকাল সোমবারই বিদেশ সফরের জন্য রাজ্য ছাড়ছেন রাজ্যপাল । তার আগে বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে আদৌ রাজভবনের অনুমতি আদায় করা যায় কি না, সেটাই এখন দেখার ।
প্রসঙ্গত, 8 সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচনের পর ফল প্রকাশিত হয়েছে । তারপর থেকে গত কয়েকদিন ধরেই ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণ নিয়ে জটিলতা চলছিল । আচমকাই শনিবার বিধানসভা এবং পরিষদীয় দফতরকে এরিয়ে রাজভবনে বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয় । তবে শেষ পর্যন্ত পরিষদীয় দফতর বেঁকে বসায় সেই পরিকল্পনা ভেস্তে যায় । মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার শপথের ক্ষেত্রে রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন হলেও বিধায়কের ক্ষেত্রে রাজভবনের শপথের নজির সেভাবে নেই ।
সাধারণত দেখা যায় বিধায়কদের ক্ষেত্রে শপথবাক্য পাঠ করানো অধ্যক্ষ । কিন্তু এবার সরাসরি বিধানসভা এবং পরিষদীয় দফতরকে এরিয়ে রাজভবনে শপথের অনুষ্ঠান আয়োজনে গোটা বিষয়ে একটা নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে । এদিকে আগামিকালই কলকাতা ছাড়ছেন রাজ্যপাল । পরশুদিন তিনি আমেরিকার উদ্দেশ্যে রওনা হবেন । এই অবস্থায় আজ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ।