কলকাতা, 9 ফেব্রুয়ারি : 'ওয়ান পার্সন, ওয়ান পোস্ট' ঘিরে বিতর্ক তুঙ্গে ৷ শুক্রবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখা যায়৷ যদিও তিনি এই পোস্ট দেওয়ার কথা অস্বীকার করেন ৷ এর জন্য ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাককে দায়ী করেন (Minister Chandrima Bhattacharya alleges I-PAC over One Person One Post in her social media) ৷
গতকাল তৃণমূলের একাধিক সদস্য তাঁদের সোশ্যাল মিডিয়ায় 'এক ব্যক্তি, এক পদ' পোস্ট করতে থাকে ৷ পরে সাংবাদিক সম্মেলনে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim Opposes) জানান, 'এক ব্যক্তি এক পদ' নীতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও দলনেত্রী অনুমোদন করেন না (One Person, One Post) । ঘাসফুলের অন্দরের দ্বন্দ্ব স্পষ্ট শুক্রবারের এই পোস্ট এবং ফিরহাদ হাকিমের সাংবাদিক সম্মেলনে ৷
চন্দ্রিমা ভট্টাচার্য এই পোস্ট করেননি দাবি করে বলেন, "আমার অনুমতি না নিয়ে আমার সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করা হয়েছে ৷ এটা আইপ্যাক করেছে ৷ এটা একধরনের অপরাধ বলে মনে করছি ৷" পরে তিনি ওই পোস্টটি মুছে দেন ৷ সোশ্যাল মিডিয়ায় ছবিটিও বদলে ফেলেন ৷
আরও পড়ুন : TMC Party Meeting : ডামাডোল চলছেই তৃণমূলের অন্দরে, মমতার ডাকা বৈঠকের দিকে নজর রাজনৈতিক মহলের
আইপ্যাক মন্ত্রীর এই অভিযোগ অস্বীকার করে (I-PAC denies the allegation of Chandrima Bhattacharya) জানায় তারা তৃণমূলের কোনও নেতা, কর্মীর ডিজিটাল হ্যান্ডেল দেখাশোনা করে না ৷ এ নিয়ে একটি টুইট করে আইপ্যাক, "আইপ্যাক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বা তার কোনও নেতার ডিজিটাল মাধ্যম পরিচালনা করে না ৷ যাঁরা এ ধরনের দাবি করছেন, তাঁরা হয় এটা জানেন না অথবা পরিষ্কার মিথ্যে বলছেন ৷ এআইটিসি-র এই বিষয়টি ভালো করে খতিয়ে দেখা উচিত, কী ভাবে তাদের এবং/অথবা তাদের নেতাদের ডিজিটাল মাধ্যমগুলি অপব্যবহার করা হচ্ছে ৷"
গত বছর জুন মাসে দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 'এক ব্যক্তি, এক পদ' নীতির কথা বলেছিলেন ৷ পরে এ নিয়ে দলের মধ্যে মতান্তর তৈরি হয় ৷ ফিরহাদ হাকিমও দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায় চলা এই পোস্ট দল সমর্থন করে না ৷ তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে কোনও মতপার্থক্য নেই এবং সবাই ঐক্যবদ্ধ ৷" আজ তৃণমূল সুপ্রিমো চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করবেন ৷ বিকেল পাঁচটায় তাঁর কালীঘাটের বাড়িতে এই বৈঠক হওয়ার কথা ৷
আরও পড়ুন : One Man One Post : 'এক ব্যক্তি এক পদ' তৃণমূল ও দলনেত্রী অনুমোদন করে না : ফিরহাদ