মালদা, 14 এপ্রিল : পুলিশের মদতে চলছে মাটি পাচার ৷ রতুয়ার 1 নং ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের নাককাট্টি ব্রিজের কাছে ফুলহর সংলগ্ন এলাকা থেকে মাটি তুলে ফেলা হচ্ছে । এই অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে রতুয়া থানার আইসি-এসআইয়ের । এই অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল বিধায়ক (Minister and MLA alleges against Ratua IC of soil smuggling in Malda) । পুলিশ সুপারের পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে চলেছেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় । নিজের দলের লোকের বিরুদ্ধে মাটি পাচারের অভিযোগ করেছেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনও । তিনি বলেন, "তাঁর দাবি, কেউ প্রধানের ভাই, কেউ সভাপতির মামা, কেউ সভাধিপতির ভাইপো বলে যা ইচ্ছে তা করবে, এটা মেনে নেওয়া যায় না । টাকা জোগাড় করতে হিমশিম খেতে হয় ৷"
দীর্ঘদিন ধরে রতুয়ার ফুলহর সংলগ্ন এলাকা থেকে মাটি চুরির অভিযোগ উঠছিল । পুলিশের একাংশের মদতে এই কাজ চলছে বলে দাবি করেছিল স্থানীয়দের একাংশ । বুধবার রতুয়ায় সেচ দফতরের বাঁধ সংস্কারের কাজের শিলান্যাস করতে যান মন্ত্রী সাবিনা ইয়াসমিন, স্থানীয় বিধায়ক সমর মুখোপাধ্যায় । সেখানে তিনি অভিযোগ তোলেন, মাটি মাফিয়ার সঙ্গে রতুয়া থানার আইসি, এসআই জড়িত রয়েছেন ।
আরও পড়ুন : Alipurduar Sand Smuggle : বালি মাফিয়া-তৃণমূল জেলা সভাপতির আঁতাতের অভিযোগ, হইচই আলিপুরদুয়ারে
সমরবাবু বলেন, "জেসিবি দিয়ে ফুলহর নদী সংলগ্ন এলাকা থেকে মাটি কাটা হচ্ছে । হাজার হাজার ট্রাক মাটি পাচার হচ্ছে । রতুয়া থানার পুলিশ মাটি মাফিয়াদের মদত করছে । এভাবে মাটি কাটা হলে ব্রিজ, মহানন্দা বাঁধ কিছুই থাকবে না । এই থানার অবিলম্বে অপসারণ চাইছি । আইসির বিরুদ্ধে এসপি, ডিআইজি মালদা রেঞ্জ, এডিজি ল' অ্যান্ড অর্ডার, জেলাশাসক সকলকে অভিযোগ জানিয়েছি । যদি কোনও পদক্ষেপ না করা হয়, তবে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব ।" তিনি জানান, মুখ্যমন্ত্রী বলেছেন মাফিয়াদের শায়েস্তা করতে রাজনৈতিক রং না দেখতে ৷ যে দলেরই লোক হোক, তাদের শায়েস্তা করতে হবে । তাঁর অভিযোগ, রতুয়া থানার আইসি এবং একটা অংশ টাকার বিনিময়ে মাফিয়াদের মদত করছে ।