কলকাতা, 27 ডিসেম্বর : বড়দিনেও শীত থেকে বঞ্চিত হয়েছিল রাজ্যবাসী ৷ এবার বছরের শেষ সপ্তাহের শেষ কটাদিন আবহাওয়া মোটেই ঠাণ্ডা থাকবে না। মেঘলা আকাশে হারিয়ে কমবে শীত ৷ পাশাপাশি বৃষ্টির ভ্রুকুটি নিয়ে অস্বস্তি অনেকটাই বাড়বে বলে জানিয়েছে, হাওয়া অফিস (Weather Update in Bengal)। সোমবার সপ্তাহের প্রথম দিন সকালে কুয়াশা থাকবে ব্যাপক ৷ তবে বাকি দিন রৌদ্রজ্বল আবহাওয়া থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করবে। যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি স্পর্শ করবে, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি।
ইতিমধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। শীতের তীব্রতা কমে প্রায় তলানিতে পৌঁছবে। সপ্তাহ যত এগোবে ঠান্ডা আরও কম অনুভূত হবে। এমনকি মঙ্গল এবং বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে বাতাস প্রবেশে বাধা পাচ্ছিল এবার বঙ্গোপসাগরের জলীয় বাষ্প ঢুকে পড়ায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কনকনে শীতে বর্ষবরণের উৎসবে মেতে ওঠার যে পরিকল্পনা বাঙালি সাজিয়ে রেখেছিল, তা অবশ্যই বড় ধাক্কা খাবে।