কলকাতা, 26 ডিসেম্বর :সবেপৌষের দ্বিতীয় সপ্তাহ ৷ কিন্তু, শীতের আমেজ যেন আচমকা উধাও ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল ' উষ্ণ বড়দিন।' আগাম বার্তায় ভুল ছিল না। বড়দিন শেষে আরও বাড়তে চলেছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ (Weather Update in Bengal)।
শনিবার তাপমাত্রার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পারদের কাঁটা 25.8 এবং14.4 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিক হলেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম ছিল । রবিবার বছর শেষের উৎসব সপ্তাহের দ্বিতীয় দিন। ফলে মানুষ আজও শহরের বিভিন্ন দর্শনীয় জায়গায় যাবেন। কিন্তু, কোভিড বিধি কতটা মানবেন তা বড় প্রশ্ন। উষ্ণ বড়দিন দিয়ে উৎসব সপ্তাহ শুরু হয়েছে। বক্সিং ডে-তেও তাপমাত্রার পারদ ঊর্ধমুখী। রবিবার ভোরের দিকে ঘন কুয়াশা থাকলেও বাকি সময় রৌদ্রোজ্বল থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।