পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Weather Update in Bengal : তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, উধাও শীতের আমেজ - রাজ্যজুড়ে বাড়বে তাপমাত্রার পারদ,পূর্বাভাস হাওয়া অফিসের

উৎসব মরসুমে রাজ্যজুড়ে বাড়বে তাপমাত্রার পারদ (Weather Update in Bengal) ৷ এমনই জানিয়েছে হাওয়া অফিস ৷ এর জন্য পশ্চিমী ঝঞ্ঝাকে প্রধানত দায়ি করা হয়েছে ৷

Weather Update in Bengal
রাজ্যজুড়ে বাড়বে তাপমাত্রার পারদ,পূর্বাভাস হাওয়া অফিসের

By

Published : Dec 26, 2021, 7:01 AM IST

কলকাতা, 26 ডিসেম্বর :সবেপৌষের দ্বিতীয় সপ্তাহ ৷ কিন্তু, শীতের আমেজ যেন আচমকা উধাও ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল ' উষ্ণ বড়দিন।' আগাম বার্তায় ভুল ছিল না। বড়দিন শেষে আরও বাড়তে চলেছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ (Weather Update in Bengal)।

শনিবার তাপমাত্রার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পারদের কাঁটা 25.8 এবং14.4 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিক হলেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম ছিল । রবিবার বছর শেষের উৎসব সপ্তাহের দ্বিতীয় দিন। ফলে মানুষ আজও শহরের বিভিন্ন দর্শনীয় জায়গায় যাবেন। কিন্তু, কোভিড বিধি কতটা মানবেন তা বড় প্রশ্ন। উষ্ণ বড়দিন দিয়ে উৎসব সপ্তাহ শুরু হয়েছে। বক্সিং ডে-তেও তাপমাত্রার পারদ ঊর্ধমুখী। রবিবার ভোরের দিকে ঘন কুয়াশা থাকলেও বাকি সময় রৌদ্রোজ্বল থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: শীতের আমেজ নয়, বড়দিন কাটবে গরমে

বর্ষশেষের দিন যত এগোবে পারদ তত চড়বে। সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি ছুঁতে পারে। ফলে, শীতের আমেজে বড়সড় ধাক্কা লাগতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে বাতাসের প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে। তাই শীতবস্ত্র গায়ে দিয়ে আরামের চেয়ে অস্বস্তি বাড়ছে। ঠান্ডা গরমের এই লুকোচুরিতে জ্বর, সর্দি-কাশিতে কাহিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তার উপর করোনা ভাইরাসের হানা রয়েছে। তাই উৎসবে মাতলেও মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার, হাত ধোয়া এবং দূরত্ববিধি রাখার কথা চিকিৎসকরা বলছেন। সব মিলিয়ে উৎসব আবহাওয়ার দোহাই দিয়ে সংক্রমণ না বাড়ানোর কথা বলা হচ্ছে বারবার ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details