পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minakshi Mukherjee: 'বাধা দিলে লড়াই বাঁধবে', পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসকদলকে হুঁশিয়ারি মীনাক্ষীর - পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসকদলকে হুঁশিয়ারি

সামনেই পঞ্চায়ের নির্বাচন (Panchayat Election 2023) ৷ গত কয়েক মাস ধরে রাজ্যজুড়ে জেলায় জেলায় কর্মশালা চালাচ্ছে সিপিএম-এর যুব সংগঠন ৷ ডিওয়াইএফআই সংগঠনের রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায়ের স্পষ্ট হুঁশিয়ারি, বাধা দিলে বাঁধবে লড়াই। মানুষের ভোটাধিকার প্রয়োগে ঢাল হয়ে দাঁড়াবে তাঁরা।

Minakshi Mukherjee
শাসকদলকে হুঁশিয়ারি মীনাক্ষীর

By

Published : Feb 5, 2023, 5:20 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: '2018 সালের পুনরাবৃত্তি 2023-এ হবে না।' বারেবারেই একথা বলছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সূত্রের দাবি, 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যেভাবে শাসক বাহিনীর বাধার মুখে পড়েছিল এবার তা মোকাবিলায় প্রস্তুত বঙ্গ সিপিএম। যে কারণে গত কয়েক মাস ধরে রাজ্যজুড়ে জেলায় জেলায় কর্মশালা চালাচ্ছে সিপিএম যুব সংগঠন ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া বা ডিওয়াইএফআই (Democratic Youth Federation of India)। এই সংগঠনের রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায়ের স্পষ্ট হুঁশিয়ারি, "বাধা দিলে বাঁধবে লড়াই। মানুষের ভোটাধিকার প্রয়োগে ঢাল হয়ে দাঁড়াবে ডিওয়াইএফআই।"

হিসাব অনুযায়ী মাস দেড় দু'য়েকের মধ্যে রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বাজবে। যার প্রস্তুতি বিভিন্ন রাজনৈতিক দলগুলি শুরু করেছে। "গ্রাম জাগাও-চোর তাড়াও-বাংলা বাঁচাও" স্লোগানে সিপিএম রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছে। বিভিন্ন জেলায় সেই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করছেন। বিভিন্ন অংশের মানুষ আসছেন। নতুন প্রজন্মএর ছেলেমেয়েরাও নিজেদের হতাশা, বেকারত্বের কথা জানাচ্ছেন। সদস্য সংখ্যা বাড়ছে সিপিআইএমের যুব সংগঠনে।

রাজ্যে এক বছরে এক লাখের বেশি সদস্য সংখ্যা বাড়ল সিপিআইএম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের। গত তিন বছরে গড়ে এক লাখ করে সদস্য সংখ্যা বেড়েছে বলেই দাবি করলেন ডিওয়াইএফআইয়ের (DYFI) রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায়। সংগঠনের পরিসংখ্যান তুলে ধরে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "ধারাবাহিকভাবে রাজ্যের জেলাগুলিতে কর্মশালা চলছে। দলীয় কাজ ও পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত ও পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার শিক্ষা দেওয়া হচ্ছে। 2022 সালের শেষে দেখা যাচ্ছে মাত্র এক বছরে 1 লাখ 17 হাজার সদস্য সংখ্যা বেড়েছে। সবমিলিয়ে এই মুহূর্তে রাজ্যে ডিওয়াইএফআইয়ের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ল 30 লাখ 3 হাজার 720 জন। এই রিপোর্ট ডিওয়াইএফআইয়ের কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়া হয়েছে।"

আরও পড়ুন:ফেব্রুয়ারিতে দেশব্যাপী প্রতিবাদ আন্দোলনের ডাক সিপিএমের

এক প্রশ্নের উত্তরে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে কোথাও কোনওরকমভাবে বিশৃঙ্খলা বা মনোনয়নপত্র জমা দিতে বাধা, কিংবা ভোটদানে বাধা দিলে সাধারণ মানুষ তার হিসেব বুঝে নেবে। আর সেই হিসাব বুঝে নেওয়ার লড়াই ডিওয়াইএফআই সদস্যরা সর্বদা মানুষের পাশে থাকবে যেকোনও পরিস্থিতিতেই।" মীনাক্ষী মুখোপাধ্যায় এর স্পষ্ট বক্তব্য, "বাধা দিলে লড়াই বাঁধবে।"

ABOUT THE AUTHOR

...view details