পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minakshi on SSC Candidates Protest : অসুস্থ হয়ে পড়লেন আন্দোলনরত এসএসসির চাকরিপ্রার্থীরা, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি মীনাক্ষীর - অসুস্থ হয়ে পড়লেন এসএসসি চাকরি প্রার্থীরা, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি মিনাক্ষীর

আদালতের জন্য এসএসসি চাকরিপ্রার্থীরা সমস্যায় নেই । সরকারি অপদার্থতা এবং গড়িমসিতেই এরা সমস্যায় । এভাবেই আন্দোলনরত এএসসি চাকরিপ্রার্থীদের সমর্থনে গলা মেলালেন বাম যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi on SSC Candidates situation)।

Minakshi with SSC candidates
Minakshi with SSC candidates

By

Published : Apr 17, 2022, 7:39 PM IST

কলকাতা,17 এপ্রিল : গত ছ'মাসের বেশি সময় ধরে কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে নবম-দশম শ্রেণি এসএসসি উর্ত্তীণরা চাকরির দাবিতে আন্দোলন করে চলেছেন । তাঁদের এই আন্দোলন মঞ্চের অন্যতম মুখ ক্যানসাররজয়ী সোমা দাস । ইতিমধ্যে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া অন্য সরকারি চাকরির প্রস্তাবকে বিনয়ের সঙ্গে প্রত্যাখান করে আন্দোলনের মঞ্চেই রয়ে গিয়েছেন । তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে ইতিমধ্যে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আন্দোলন মঞ্চে এসেছেন । আন্দোলনরত এএসসি চাকরিপ্রার্থীদের সমর্থনে এবার গলা মেলালেন বাম যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ও (CPIM leader Minakshi Mukherjee stood beside SSC candidates) ৷

শুধু গান্ধি মূর্তি নয় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে এসএসসির ওয়ার্ক এডুকেশনে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চেও এসেছিলেন তিনি । কয়েকশো মিটারের মধ্যে দুই ধরনের চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে ইতিমধ্যে সাড়া পড়েছে । 10 দিন ধরে আন্দোলন চলছে । শেষ চারদিন অনশন করছেন আন্দোলনপ্রার্থীরা । মাতঙ্গিনী মূর্তির নিচে অনশনরত আন্দোলন মঞ্চে রবিবার চারজন অসুস্থ হয়ে পড়েন । তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন :Santiniketan Rape: গণধর্ষণ নয়, শান্তিনিকেতনের ঘটনায় এমনই ইঙ্গিত দিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন

আন্দোলন মঞ্চে এসে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী বলেন, "আদালতের মাধ্যমে এরা অনিশ্চিত জায়গায় নেই । রাজ্য সরকারের অপদার্থতা এবং গড়িমসির জন্যই এরা অনিশ্চয়তার সামনে । এই লড়াই যত কঠিন হচ্ছে ততই ভাল সময় সামনে আসছে । এখন এই লড়াই রাস্তার ধারে হচ্ছে । খুব শীঘ্রই দৃপ্তভাবে এই লড়াই তীব্রভাবে রাস্তায় হাঁটবে । তাঁর সামনে শিক্ষা দফতর এবং সরকারকে মাথা নোয়াতে হবে ।" তাঁর অভিযোগ, শিক্ষা দফতর ঘুঘুর বাসা । মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি ৷ এদিন অনশনরত আন্দোলন মঞ্চে চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে আসেন সিপিএম নেতা ফুয়াদ হালিম ও এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ৷

আরও পড়ুন :Babul Slams Saira Hailm : লজ্জা শরম নেই, টুইটারে 'হেরো' সায়রাকে তীব্র আক্রমণ বাবুলের

ABOUT THE AUTHOR

...view details