কলকাতা,17 এপ্রিল : গত ছ'মাসের বেশি সময় ধরে কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে নবম-দশম শ্রেণি এসএসসি উর্ত্তীণরা চাকরির দাবিতে আন্দোলন করে চলেছেন । তাঁদের এই আন্দোলন মঞ্চের অন্যতম মুখ ক্যানসাররজয়ী সোমা দাস । ইতিমধ্যে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া অন্য সরকারি চাকরির প্রস্তাবকে বিনয়ের সঙ্গে প্রত্যাখান করে আন্দোলনের মঞ্চেই রয়ে গিয়েছেন । তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে ইতিমধ্যে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আন্দোলন মঞ্চে এসেছেন । আন্দোলনরত এএসসি চাকরিপ্রার্থীদের সমর্থনে এবার গলা মেলালেন বাম যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ও (CPIM leader Minakshi Mukherjee stood beside SSC candidates) ৷
শুধু গান্ধি মূর্তি নয় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে এসএসসির ওয়ার্ক এডুকেশনে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চেও এসেছিলেন তিনি । কয়েকশো মিটারের মধ্যে দুই ধরনের চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে ইতিমধ্যে সাড়া পড়েছে । 10 দিন ধরে আন্দোলন চলছে । শেষ চারদিন অনশন করছেন আন্দোলনপ্রার্থীরা । মাতঙ্গিনী মূর্তির নিচে অনশনরত আন্দোলন মঞ্চে রবিবার চারজন অসুস্থ হয়ে পড়েন । তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।