কলকাতা, 14 ডিসেম্বর: দ্রুত খুলতে চলেছে গঙ্গাপারের বিনোদন ক্ষেত্র মিলেনিয়াম পার্ক (Millennium Park) । তার থেকে বড় চমক পার্কে ঢুকতে লাগবে না আর কোনও ধরনের প্রবেশ মূল্য । আনন্দের সঙ্গেই থাকছে একটু মন খরাপের খবর ৷ সেটা হল নতুন পার্কে থাকবে না কোনও জয় রাইড । তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । বুধবার একটি বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়েছেন পৌরনিগমের উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার ।
কেএমডিএর (KMDA) হাত থেকে সম্প্রতি মিলেনিয়াম পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌরনিগমকে দিয়েছে পৌর ও নগর উন্নয়ন দফতর । পৌরনিগমের উদ্যান বিভাগ মিলেনিয়াম পার্কের এক এবং দুই নম্বর অঞ্চলের সংস্কারের কাজ করেছে । বর্তমানে তিন নম্বর অংশের সংস্কার এবং সাজানোর কাজ শুরু করেছে ।