কলকাতা, 13 ফেব্রুয়ারি : ঠান্ডার শিরশিরানিতেই কি শীতের শেষ ইনিংস ? আপাতত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস ৷ আজ ছুটির দিন রৌদ্রোজ্জ্বল থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সর্বোচ্চ 26 এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে (West Bengal Weather Update) ।
গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রার পারদ বেশ কিছুটা নামলেও ঠান্ডার কামড় সেভাবে আর নেই বললেই চলে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী হালকা শীত আদতে বসন্তের আগমনী বার্তা জানান দিচ্ছে । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রবিবারের রাতের তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম ।