কলকাতা, 17 মে : রাজ্য সরকার ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য 105টি ট্রেনের ব্যবস্থা করলেও সেই তালিকায় নেই গুজরাতের রাজকোটের নাম । ফলে সমস্যায় পড়েছেন গুজরাতে আটকে থাকা রাজ্যের শ্রমিকরা । এবার মুখ্যমন্ত্রীর কাছে ভিডিয়ো বার্তার মাধ্যমে বাড়ি ফেরার জন্য কাতর আবেদন জানালেন তাঁরা ।
105টি ট্রেনের তালিকায় নেই রাজকোটের নাম, হতাশ রাজ্যের একাধিক শ্রমিক
ভিনরাজ্য থেকে শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করছে রাজ্য সরকার । 105টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে । তবে সেই তালিকায় গুজরাতের রাজকোটের নাম নেই । তাই সেখানে আটকে থাকা শ্রমিকরা চিন্তায় পড়েছেন ।
লকডাউন শুরু হওয়ার প্রায় দু'মাস আগে রাজকোটে গেছিলেন রাজ্যের বিভিন্ন জেলার শতাধিক যুবক । লকডাউন জারি হওয়ার পরে অথৈ জলে পড়েছে তাঁরা । নেই কাজ । নেই বাড়ি ফেরার কোনওরকম ব্যবস্থা । রাজ্য সরকার যখন ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে তখন তাঁরা আশার আলো দেখতে শুরু করেছিলেন । ভেবেছিলেন এবার হয়তো বাড়ি ফিরতে পারবেন । কিন্তু মাত্র অল্প সময়েই হল স্বপ্নভঙ্গ ।
আটকে থাকা শ্রমিকরা জানতে পারেন, রাজ্য সরকার রেল বোর্ডকে যে 105টি ট্রেনের তালিকা দিয়েছে তাতে রাজকোট থেকে কোনও ট্রেন ছাড়বে না । এর ফলে চরম হতাশ তাঁরা । অবশেষে ভিডিয়ো বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরলেন তাঁদের করুণ অবস্থার কথা । রাজ্যে ফেরার আবেদন করেন । রাজকোটে স্বর্ণ শিল্পীর কাজ করতে যাওয়া জায়েদ আলি মণ্ডল ETV ভারতকে বলেন, "আমরা চরম দুর্দশার মধ্যে রয়েছি । মানসিক এবং আর্থিক কষ্ট নিয়ে দিনের পর দিন কাটাচ্ছি । মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টি দয়া করে দেখুন ।"