পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ সূর্যকান্তর - Surjya Kanta Mishra

ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক ও সাধারণ মানুষের ওপর পুলিশ অত্যাচার করছে বলে অভিযোগ। তাই তা বন্ধ করতে আইনজীবীদের পরামর্শ নিলেন সূর্যকান্ত মিশ্র ।

ছবি
ছবি

By

Published : May 17, 2020, 9:13 AM IST

কলকাতা, 17 মে : ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে আইনজ্ঞদের পরামর্শ চাইলেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । তাঁর অভিযোগ, "এই রাজ্যের সীমান্তবর্তী এলাকায় এসেও শ্রমিকরা পুলিশি নির্যাতনের শিকার হচ্ছেন ‌। অভুক্ত শ্রমিকদের কাছ থেকে জোর করে পুলিশ অর্থ আদায় করছে । বিশেষ করে ঝাড়খণ্ড সীমানায় শ্রমিকদের অন্যায় ভাবে আটকে রেখেছে পুলিশ-প্রশাসন।" সেক্ষেত্রে কীভাবে তাঁদের পাশে দাঁড়ানো যায়, সেই বিষয়ে গতকাল আইনজীবীদের সঙ্গে কথা বলেন তিনি ।


সূর্যকান্তবাবু বলেন, "আগে পুলিশ গাড়ি আটকে টাকা তুলত । এখন সেই জুলুম বন্ধ । লকডাউনের জেরে রাস্তায় যানবাহন চলছে না । তাই পুলিশের প্রধান লক্ষ্যই হল ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক । সেই সঙ্গে কোনও ব্যক্তি রাস্তায় জরুরি কারণে বেরোলেও তাঁকে হেনস্থা করা হচ্ছে । রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিকবার এমন অভিযোগ আসছে ।"


তিনি আরও বলেন, হাওড়া সহ একাধিক জায়গায় সাধারণ মানুষের উপর পুলিশের অত্যাচারের বহু অভিযোগ এসেছে । শিশুর দুধ কিনতে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে পুলিশের মারে মৃত্যু হয়েছে হাওড়ারই এক বাসিন্দার । নদিয়াতেও একই ধরনের ঘটনা ঘটেছে । সাধারণ মানুষের পাশাপাশি ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের উপরও জুলুম করছে পুলিশ । শুধু পশ্চিমবঙ্গের পুলিশ নয়, অন্যান্য রাজ্যেগুলিতেও একই অবস্থা । সেই কারণেই রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বামফ্রন্টের তরফে আলোচনা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।


ABOUT THE AUTHOR

...view details