কলকাতা, 16 নভেম্বর: স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির (Bengal Recruitment Scam) তদন্ত নিয়ে সিবিআই-এর কাজে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৷ বুধবার এই মামলার শুনানিতে তিনি বলেন, ‘‘দেখতে পাচ্ছি সিবিআই (CBI) খুব ধীর গতিতে কাজ করছে ।’’ এই পরিস্থিতিতে তিনি এই মামলার তদন্তের সিট (SIT) থেকে দুই অফিসারকে বাদ দিয়ে দিয়েছেন ৷ সিবিআই-এর দেওয়া নাম থেকে চারজনের নাম সিটে যুক্ত করেছেন ৷ পাশাপাশি এক আধিকারিককে সিটের প্রধান হিসেবে দায়িত্বও দিয়েছেন ৷
প্রসঙ্গত, এদিন গ্রুপ-সি ও গ্রুপ-ডি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই ও স্কুল সার্ভিস কমিশনকে একাধিক নির্দেশ দিয়েছেন । সিবিআইকে তিনি বলেন, ‘‘দেখতে পাচ্ছি সিবিআই খুব ধীর গতিতে কাজ করছে । তদন্তের জন্য 6 সদস্য বিশিষ্ট সিট তৈরি হয়েছিল 17 জুন 2022 ৷ এখন নভেম্বরের মাঝামাঝি । 542 জনের মধ্যে গ্রুপ-ডি তে মাত্র 16 জনকে জিজ্ঞাসাবাদ করতে পেরেছে সিবিআই । 542 জন প্রার্থীকে ভালো করে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছুই সামনে আসবে ।’’
এদিন সিটেও রদবদল করেছেন বিচারপতি ৷ সিট থেকে কে সি ঋষিনামল, ইমরান আসিক নামে সিবিআই-এর দুই আধিকারিককে সরানোর নির্দেশ দিয়েছেন ৷ জানিয়েছেন, ওই দুই আধিকারিক কোনোরকম তদন্তের কাগজপত্রে হাত দিতে পারবেন না । কিন্তু এই দুই অফিসারকে অন্য দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি । একই সঙ্গে অংশুমান সাহা, বিশ্বনাথ চক্রবর্তী, প্রদীপ ত্রিপাঠি, ওয়াসিম আক্রমকে সিটে নতুন করে যুক্ত করেছেন ৷