কলকাতা, 17 মে : বন্ধ স্কুল। পড়েছে গরমের ছুটি । কিন্তু বাদ পড়বে না পড়ুয়াদের মিড ডে মিল । এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে (Mid day meals will be provided in schools during summer holidays)।
শুধু এই গরমের ছুটিতেই নয়, করোনাকালেও পড়ুয়াদের স্কুলেই দেওয়া হয়েছিল মিড ডে মিল । এবার সেই মত গোটা গরমের ছুটিতে বাচ্চারা পাবে দুপুরের খাবার । তাই মঙ্গলবার পড়ুয়াদের দুপুরের খাবারের সামগ্রী পৌঁছল স্কুলে স্কুলে । এদিন এই সংক্রান্ত যে নির্দেশিকা জারি করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে যে আগামী 25 মে থেকে মিড ডে মিলের জিনিসপত্র বিতরণের কাজ শুরু করতে হবে ।