পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Summer Holidays Mid day meals : গরমের ছুটিতে স্কুলে স্কুলে দেওয়া হবে মিড ডে মিল, সিদ্ধান্ত রাজ্য শিক্ষা দফতরের - Mid day meals will be provided in schools during summer holidays decision state education department

এবার গরমের ছুটিতেও পড়ুয়াদের দেওয়া হবে মিড ডে মিল ৷ এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে (Mid day meals will be provided in schools during summer holidays)। আগামী 25 মে থেকে মিড ডে মিলের জিনিসপত্র বিতরণের কাজ শুরু করতে হবে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷

Summer Holidays Mid day meals
গরমের ছুটিতে স্কুলে স্কুলে দেওয়া হবে মিড ডে মিল

By

Published : May 17, 2022, 10:47 PM IST

কলকাতা, 17 মে : বন্ধ স্কুল। পড়েছে গরমের ছুটি । কিন্তু বাদ পড়বে না পড়ুয়াদের মিড ডে মিল । এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে (Mid day meals will be provided in schools during summer holidays)।

শুধু এই গরমের ছুটিতেই নয়, করোনাকালেও পড়ুয়াদের স্কুলেই দেওয়া হয়েছিল মিড ডে মিল । এবার সেই মত গোটা গরমের ছুটিতে বাচ্চারা পাবে দুপুরের খাবার । তাই মঙ্গলবার পড়ুয়াদের দুপুরের খাবারের সামগ্রী পৌঁছল স্কুলে স্কুলে । এদিন এই সংক্রান্ত যে নির্দেশিকা জারি করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে যে আগামী 25 মে থেকে মিড ডে মিলের জিনিসপত্র বিতরণের কাজ শুরু করতে হবে ।

আরও পড়ুন :মিড-ডে-মিলের টাকা তছরূপের অভিযোগ, কাঠগড়ায় বর্ধমানের নামকরা স্কুলের প্রধান শিক্ষক

প্রত্যেক জেলাশাসক, জিটিএ–এর অধিকর্তা, শিলিগুড়ির মহকুমা শাসক ও কলকাতা প্রাথমিক শিক্ষা সংসদকে নির্দেশিকা পাঠানো হয়েছে । সামগ্রীতে বিতরণ করা হবে 2 কিলো চাল, 2 কিলো আলু, 250 গ্রাম চিনি, 250 গ্রাম ডাল ৷ বাজার থেকে আলু কিনেই স্কুলে বিতরণ করা হবে । অর্থাৎ এই প্রকল্পের জন্য যে আলু সরবরাহ করা হবে তা সরকারি মূল্যেই কেনা হবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details