পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অধিবেশন কক্ষে মাইক বিভ্রাট, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী - Microphone problem

আজ বিধানসভায় সংবিধানের 70 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসে । বক্তব্যের একদম শুরুতেই হোঁচট খান প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণন । মাইকের সমস্যায় তাঁকে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের আসনের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখতে হয় । ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী ।

assembly
বিধানসভা

By

Published : Nov 26, 2019, 6:20 PM IST

কলকাতা, 26 নভেম্বর : প্রাক্তন রাজ্যপালের বক্তব্যের মাঝেই বিধানসভায় বন্ধ হয়ে গেল মাইক্রোফোন । একারণে বক্তব্যের একদম শুরুতে হোঁচট খেতে হয় প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণনকে । মাইকের সমস্যার জন্য তাঁকে স্থান পরিবর্তনও করতে হয় । ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী ।

আজ বিধানসভায় সংবিধানের 70 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসে । দেশের বিশিষ্টজনেরা বিধানসভায় বক্তব্য পেশ করেন । বক্তব্যের একদম শুরুতেই হোঁচট খান প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণন । মাইকের সমস্যায় তাঁকে স্থান পরিবর্তন করতে হয় । একাধিকবার মাইক বদল করেও অধিবেশন কক্ষের সর্বত্র তাঁর বক্তব্য স্পষ্ট শোনা যায়নি । এরপর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের মাইক্রোফোনটি ব্যবহার করতে বলেন প্রাক্তন রাজ্যপালকে । তিনি শেষে বিমান বন্দোপাধ্যায়ের আসনের সামনে দাঁড়িয়েই বক্তব্য রাখেন । সমগ্র ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী বারবার জানতে চান কেন এমন ঘটছে । তৎক্ষণাৎ বিধানসভার পূর্ত দপ্তরের কর্মীদের ডেকে বিষয়টি দেখতে বলেন ।

দেখুন ভিডিয়ো...

প্রসঙ্গত, মাইক্রোফোনের সমস্যা বিধানসভায় নতুন নয় । বিধানসভায় যখন অধিবেশন চলে তখনও অনেক বিধায়কের বক্তব্য শোনা যায় না । এনিয়ে দীর্ঘদিন ক্ষোভ প্রকাশ করেছেন শাসক এবং বিরোধী দলের বিধায়কেরা । আজকের পর অধ্যক্ষ জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হবে ।

ABOUT THE AUTHOR

...view details