পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলা নিয়ে রাজ্য সরকারের রিপোর্ট চাইল কেন্দ্র - West Bengal govt

MHA seeks report on attack on ED at Sandeshkhali: সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলা নিয়ে বিস্তারিত রিপোর্ট চাইল স্বরাষ্ট্র মন্ত্রক ৷

ETV Bharat
সন্দেশখালি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের থেকে রিপোর্ট তলব করল স্বরাষ্ট্র মন্ত্রক

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 8:13 PM IST

Updated : Jan 9, 2024, 9:42 PM IST

নয়াদিল্লি, 9 জানুয়ারি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলার ঘটনায় রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ গত 5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ইডির আধিকারকিদের লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে ৷ সূত্রের খবর, এ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের থেকে এই ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করেছে কেন্দ্র ৷

গত শুক্রবার, রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে যায় ইডির একটি দল ৷ সেখানে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা ৷ কিন্তু শেখ শাহজাহানকে পাওয়া যায়নি ৷ উলটে আমজনতা বিক্ষোভ দেখাতে থাকে ৷ এমনকী ইডি আধিকারকিদের লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে ৷ জনরোষে পড়ে কয়েকজন ইডি আধিকারিক আহত হন ৷ তাঁদের মোবাইল, ল্যাপটপ লুট করা হয় বলে অভিযোগ ৷ সংবাদমাধ্যমের উপরেও হামলা চালানো হয় ৷

রাজ্য সরকারের কাছ থেকে সেই ঘটনার বিস্তারিত জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এছাড়া সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার আরও জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আক্রমণের ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে কী কী পদক্ষেপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷

তবে এত ঘটনার পরেও শেখ শাহজাহানের খোঁজ মেলেনি ৷ তাঁর বিরুদ্ধে লুক-আউট সার্কুলার জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ স্থলপথে, জলপথে বা আকাশপথে সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে, যাতে তৃণমূল নেতা শেখ শাহজাহান দেশ ছেড়ে পালাতে না-পারে ৷ তৃণমূল নেতার বেপাত্তা হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলের একাংশের মত, তিনি বাংলাদেশে পালিয়ে যেতে পারেন ৷ জানা গিয়েছে, এই নেতা নামে-বেনামে কয়েক কোটি টাকার মালিক ৷

এদিকে এই ঘটনার পরেই এলাকায় দাপুটে নেতা বলে পরিচিত শেখ শাহজাহান একটি ভিডিয়ো বার্তায় দাবি করেন, তিনি নিরপরাধ ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রের অভিযোগ তোলেন ৷ তিনি বলেন, "কেউ যদি প্রমাণ করতে পারে, আমি অপরাধের সঙ্গে যুক্ত, তাহলে নিজের মুণ্ডু কেটে ফেলব ৷" শেখ শাহজাহান এলাকাবাসীর উদ্দেশ্যে তাঁর উপর আস্থা রাখারও আবেদন জানান ৷

আরও পড়ুন:

  1. আধিকারিকদের সঙ্গে বৈঠকে ইডি ডিরেক্টর, আলোচনায় সন্দেশখালি ও শাহজাহান
  2. বাংলাদেশ যায়নি, তাহলে কোথায় শাহজাহান? নন্দীগ্রাম থেকে জানালেন শুভেন্দু
  3. সন্দেশখালি ঘটনায় 10 জনকে আটক করল পুলিশ, বাড়ল তৎপরতাও
Last Updated : Jan 9, 2024, 9:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details