কলকাতা, 26 জুন: দ্বিতীয় দফায় 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ইতিমধ্যে দু’বার স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ তার অনুমোদন তো দূর, এবার পালটা আগের দফায় অনুমোদন দেওয়া 315 কোম্পানি বাহিনীকে কীভাবে ব্যবহার করা হবে ? তার ব্লু প্রিন্ট কী হবে ? তা জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ পালটা স্বরাষ্ট্রমন্ত্রককে সোমবার ফের চিঠি পাঠাল কমিশন। চাহিদা মতো বাহিনী এখনও কেন মোতায়েন নয়, জানতে চেয়েই এই চিঠি। একইসঙ্গে কমিশনের তরফে জানানো হয়েছে, কোথায় কোন বাহিনী মোতায়েন করা হবে, তা কমিশনের এক্তিয়ার নয়। তাই অতিরিক্ত 485 কোম্পানি-সহ আগের 315 কোম্পানি চেয়ে চিঠি কমিশনের।
স্বাভাবিকভাবেই ভিনরাজ্যের বিভিন্ন সেনা ক্যাম্পে বাহিনীদের প্রস্তুত রাখা হয়েছে ৷ যেহেতু রাজ্য নির্বাচন কমিশনের আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রক ইউনিটগুলিকে ভোটের কাজে মোতায়েন করেছে ৷ তাই তাদের অন্যত্র ব্যবহারও করা যাচ্ছে না ৷ আর রাজ্য নির্বাচন কমিশন ব্লু প্রিন্ট না পাঠানোয় সেই বাহিনীকে ভোটের নিরাপত্তার কাজে পাঠানো যাচ্ছে না ৷ তার উপরে দ্বিতীয় দফায় 485 কোম্পানি বাহিনী চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সেই চিঠি হাতে পাওয়ার পরেই এবার কমিশনকে পালটা চিঠি দিল স্বরাষ্ট্র মন্ত্রক ৷
আরও পড়ুন:রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা