কলকাতা, 12 জুন : শুক্রবারই তাঁর জোড়াফুলে ওয়াপসি হয়েছে ৷ আর যোগদানের পরই শনিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসলেন মুকুল রায় ।
শনিবার বিকেলে সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে চারটে পনেরো নাগাদ সরাসরি ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছে যান মুকুল রায় । সেখানে মুকুল রায়ের সঙ্গে বৈঠকে বসেন অভিষেক ৷ মূলত আগামীদিনে তৃণমূলে মুকুল রায়ের ভূমিকা কী হতে চলেছে ? তাঁকে সর্বভারতীয় ক্ষেত্রে এবং রাজ্যস্তরে কীভাবে কাজে লাগাবে দল, সেটিই বৈঠকের মূল আলোচ্য বিষয় বলে মনে করা হচ্ছে ৷
দল ছাড়ার আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি ছিলেন মুকুল রায় । নতুন করে দলে ফিরে, তাঁর পদ কী হবে ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলানো মুকুল রায় অতীতে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড । দীর্ঘদিন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন তিনি । সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে অন্যতম প্রধান পর্যবেক্ষকের ভূমিকা পালন করেছিলেন তিনি ।