কলকাতা, 20 অক্টোবর:বউবাজার বিপর্যয় নিয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বারে বারে বৈঠকে বসেও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি মেয়রের তরফে ৷ কারণ যারা বৈঠকে থাকেন তাঁদের কেউ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় নেই। এবার শেষমেশ দিল্লির মেট্রো রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বৈঠকে যোগ দেবে (Metro's Senior Delegation Coming from Delhi) ৷ আর তাতেই আশার আলো দেখছেন কলকাতার মহানগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
এদিন বউবাজার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, "বউবাজার বিপর্যয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারে এমন কেউই মেট্রোর তরফ থেকে আসছিলেন না। ফলে সিদ্ধান্ত তাঁরা নিতে পারছিলেন না। মেট্রোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চেয়ে চিঠি পাঠানো হয় দিল্লিতে।" সেই চিঠির সদুত্তর মিলেছে বলে এদিন দাবি করেন ফিরহাদ হাকিম।
তাঁর কথায়, খুব শীঘ্রই দিল্লি থেকে মেট্রোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিনিধি দল বৈঠকে যোগ দিতে আসছেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, চলতি সপ্তাহেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ফাইনাল রিপোর্ট হাতে পাচ্ছে কলকাতা পৌরনিগম। মেট্রোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিনিধিদল এলেই বউবাজার বিপর্যয় নিয়ে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আশাবাদী মেয়র।
দিল্লি থেকে আসছে মেট্রোর ঊর্ধ্বতন প্রতিনিধি দল আরও পড়ুন:বউবাজারের নতুন করে বিপত্তি, এখনও ঘরে ফেরার দিন গুনছেন 2019 সালের ক্ষতিগ্রস্তরা
উল্লেখ্য, 2019 সালের সেপ্টেম্বর মাসে ইস্ট-ওয়েস্ট মেট্রো বিপর্যয় ঘটে। ধসে পড়েছিল 18টি বাড়ি। প্রায় 200টির বেশি পরিবার ভিটে ছাড়া হয়েছিলেন। এরপর একাধিকবার মেট্রোর কাজ করতে গিয়ে ফাটল দেখা যায়। শেষ অগস্ট মাসে মেট্রোর কাজের জেরে ফাটল ধরে নিকাশি নালায়। সেই রেশ কাটতে না কাটতেই ফের বিপত্তি। গত সপ্তাহে মদন দত্ত লেনে 10টি বাড়িতে ফাটল দেখা যায়। নতুন করে ভিটেহারা হয় পরিবার।