পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাতে পাটুলিতে মেট্রোর কাজে বাধা, কর্মীদের মারধরের অভিযোগ - নিউ গড়িয়া মেট্রো

আগামী বছরই এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রোর কাজ শেষ করার কথা । এর জন্য জোরকদমে চলছে কাজ । পাটুলি এলাকায় রাতভর কাজ চলছে । আর তাতেই অসুবিধা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ।

Interruption of work on metro at night in kolkata
রাতের বেলায় মেট্রোর কাজ করতে বাধা

By

Published : Nov 8, 2020, 11:32 AM IST

কলকাতা, 8 নভেম্বর : রাতে এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া মেট্রোর কাজে বাধা ও কর্মীদের মারধরের অভিযোগ উঠল । পাটুলি থানা এলাকার ঘটনা । গৌতম রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে ।

আগামী বছরই এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রোর কাজ শেষ করার কথা । এর জন্য জোরকদমে চলছে কাজ । পাটুলি এলাকায় রাতভর কাজ চলছে । রাতে কাজ হওয়ায় শব্দে অসুবিধা হচ্ছে স্থানীয় বাদিন্দাদের । তাই রাতে কাজের আপত্তি জানিয়ে গৌতম রায় বরাত পাওয়া সংস্থার কর্মীদের উপর চড়াও হন বলে অভিযোগ । এর আগেও নাকি তিনি কাজ বন্ধ রাখার জন্য হুমকি দিয়েছিলেন ।

রাতে গাড়ি করে সামগ্রী নিউ গড়িয়া মেট্রো সাইটে নিয়ে আসা হলে সুপারভাইজ়ার সহ চালককে মারধর করা হয় বলে অভিযোগ ।

ABOUT THE AUTHOR

...view details